মমতার সঙ্গে জোট করেই রাজ্যের জন্য কাজ করতে চান মোদী

রাজনাথ সিং তা-ও কিছুটা রাখঢাক রেখেছিলেন। কিন্তু এক্কেবারে খোলামেলা নরেন্দ্র মোদী। বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলে দিলেন, রাজ্যে মমতা আর দিল্লিতে মোদী, এই ফর্মুলা মেনে চললেই পশ্চিমবঙ্গের মানুষ পাবেন উন্নয়নের জোড়া লাড্ডু।

Updated By: Feb 5, 2014, 08:09 PM IST

রাজনাথ সিং তা-ও কিছুটা রাখঢাক রেখেছিলেন। কিন্তু এক্কেবারে খোলামেলা নরেন্দ্র মোদী। বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলে দিলেন, রাজ্যে মমতা আর দিল্লিতে মোদী, এই ফর্মুলা মেনে চললেই পশ্চিমবঙ্গের মানুষ পাবেন উন্নয়নের জোড়া লাড্ডু।

সুরটা বেধে দিয়েছিলেন রাজনাথ সিং। ৪২ মিনিটের বক্তৃতায় সেটাই ফাইন টিউন করে দিলেন নরেন্দ্রভাই দামোদর মোদী। শুরুর দিকেই রাজ্যে পালাবদলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ আর বামেদের কড়া সমালোচনা। বামেদের সমালোচনায় মোদি বলেন, "আপনারা পশ্চিমবঙ্গে সরকার নির্বাচত করে ৩৫ বছর ধরে সোনার বাংলা নষ্টকারীদের বিদায় দিয়েছেন। এর জন্য আপনাদের অভিনন্দন।``

রাজ্যে মমতা আর কেন্দ্রে মোদী। শোনালেন পশ্চিমবঙ্গের উন্নয়নের নয়া ফর্মুলা। মোদীর ভাষায়,"পরিবর্তনের জন্য প্রাণের বাজি লাগিয়েছেন। মমতার সরকার রাজ্যের ভালর জন্য কাজ করছে। ২০১৪তে দিল্লিতে বিজেপির সরকারও কাজ করবে।"

হাত ধরার বার্তাটাও দিলেন সরাসরি, "পশ্চিমবঙ্গের ভাগ্য বদলের জন্য একা রাজ্য সরকার কাজ করতে পারবে না। দিল্লির সরকারকেও পশ্চিমবঙ্গের জন্য কাজ করতে হবে।"

শোনালেন তিন গুণ প্রফিটের তত্ত্ব। ১. এখানে মমতা দিদকে আপনারা বসিয়েছেন, তিনি এখানে কাজ করবেন। ২. দিল্লিতে আমাকে বসাবেন, আমি ওখানে উন্নয়নের কাজ করব। ৩. আর আমার ওপরে প্রণব দাদা তো রয়েছেন, উনি তো আপনাদেরই লোক।

.