কলকাতায় নরেন্দ্র মোদী

দুদিনের সফরে কলকাতায় এলেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এরাজ্যের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন গুজরাটের বিকাশ পুরুষ। বক্তৃতা দেবেন শিল্পমুখী উন্নয়ন মডেল নিয়ে।

Updated By: Apr 8, 2013, 07:57 PM IST

দুদিনের সফরে কলকাতায় এলেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এরাজ্যের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন গুজরাটের বিকাশ পুরুষ। বক্তৃতা দেবেন শিল্পমুখী উন্নয়ন মডেল নিয়ে।
এরাজ্যে শিল্প নেই। মুখ্যমন্ত্রীর জমিনীতির ফাঁসে কার্যত কোমায় চলে গিয়েছে বিনিয়োগ। এই অচলাবস্থার মধ্যেই মঙ্গলবার শহরের একটি পাঁচতারা হোটেলে এরাজ্যের শিল্পপতিদের মুখোমুখি হচ্ছেন নরেন্দ্র মোদী। ওই বৈঠকে শিল্পমুখী উন্নয়ন মডেল নিয়ে বক্তৃতা দেবেন তিনি। সেইসঙ্গে গুজরাটের জন্য বিনিয়োগ টানার লক্ষ্যে কথা বলবেন শিল্পপতিদের সঙ্গে।
একনজরে দেখে নেওয়া যাক, নরেন্দ্র মোদীর সফরসূচি
সকাল ৭টা- দক্ষিণেশ্বর
 
সকাল ৮টা- বেলুড়মঠ
 
বেলা সাড়ে ১০টা- একটি পাঁচতারা হোটেলে শিল্পপতিদের মুখোমুখি হবেন নরেন্দ্র মোদী
 
বিকেল সাড়ে ৪টে- মহাজাতি সদনে বিজেপির কর্মীসভায় যোগ দেবেন নরেন্দ্র মোদী।
 
সন্ধে সোয়া ৬টায় ভবানীপুর গুজরাট সোস্যাইটির উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির থাকবেন নরেন্দ্র মোদী
 
সন্ধে সাতটায় কলামন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন।
 
রাত সাড়ে ৮টায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গান্ধীনগরের উদ্দেশে রওনা হবেন তিনি।
 
দীর্ঘদিন বাদে গত বিধানসভা উপনির্বাচনে এরাজ্যে ভোটের অঙ্ক বেড়েছে বিজেপির। সামনে লোকসভা নির্বাচন। তার আগে রাজ্যে দলের শক্তি বাড়াতে চাইছে বিজেপি নেতৃত্ব। সেকারণেই নরেন্দ্র মোদীকে বৃহত্তর মঞ্চে তুলে ধরতে তাইছে তারা। মোদীও প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে, গুজরাটের গণ্ডি ছাড়িয়ে ভিন রাজ্যে গিয়ে গিয়ে নিজের বক্তব্য তুলে ধরছেন। রাজ্যে দলকে উজ্জীবিত করতে, এই সুযোগ কাজে লাগাতে চাইছে বিজেপি নেতৃত্ব।

.