মুক্ত অভিযুক্ত, আতঙ্কে দিন কাটছে নির্যাতিতার

স্থানীয় যুবকের বিরুদ্ধে থানায় প্রকাশ্যে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছিলেন এক তরুণী। পুলিস অভিযিক্তকে গ্রেফতার করলেও জামিনে ছাড়া পেয়ে যান ওই যুবক। তারপর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর গাছতলা এলাকার বাসিন্দা ওই তরুণী ও তাঁর পরিবার।  সুবিচারের দাবি জানিয়েছেন তাঁরা।    

Updated By: Mar 3, 2012, 07:28 PM IST

স্থানীয় যুবকের বিরুদ্ধে থানায় প্রকাশ্যে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছিলেন এক তরুণী। পুলিস অভিযিক্তকে গ্রেফতার করলেও জামিনে ছাড়া পেয়ে যান ওই যুবক। তারপর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর গাছতলা এলাকার বাসিন্দা ওই তরুণী ও তাঁর পরিবার।  সুবিচারের দাবি জানিয়েছেন তাঁরা।    
১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে দশটা নাগাদ পাড়ার দোকান থেকে ফিরছিলেন বাঁশদ্রোণীর বাসিন্দা ওই তরুণী। সেই সময়, বাচ্চু নামে এক  যুবক তাঁর পিছু ধাওয়া করে। ভয় পেয়ে তরুণী দৌড়তে শুরু করলেও বাড়ির কাছে তাঁকে ধরে ফেলে ওই যুবক। এরপরই তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।
২০ তারিখ পাটুলি থানায় জেনারেল ডায়রি করা হয়। এফআইআর দায়ের হয় ২৩ তারিখ। কয়েকদিন পর বাচ্চুকে গ্রেফতার করে পুলিস। শ্লীলতাহানির অভিযোগে তার বিরুদ্ধে ৩৫৪, ৩২৩ ও ৩৪১ ধারায় মামলা দায়ের করা হয়। যদিও, পরে আদালতের নির্দেশে জামিনে ছাড়া পেয়ে যায় সে। অভিযুক্ত জামিন পাওয়ার পর থেকেই আতঙ্কে দিন কাটছে ওই তরুণী ও তাঁর পরিবারের। 
 
বাঁশদ্রোণীর ৪১বি বাসস্ট্যান্ডে অভিযুক্ত যুবকের চায়ের দোকান রয়েছে। এর আগেও সে ওই তরুণীকে উত্যক্ত করত বলে অভিযোগ।

.