রাজ্যে মদ বিক্রি নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নামবে বিজেপি: মুকুল
শান্তিপুর বিষমদকাণ্ডে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপান-উতোর।
অঞ্জন রায়
বিহার, গুজরাটের মতো বাংলাতেও মদ বিক্রি নিষিদ্ধ করার দাবি তুললেন বিজেপি নেতা মুকুল রায়। শনিবার বিজেপির সদর দফতরের পাশে একটি অনুষ্ঠানে মুকুল রায় বলেন, ''২০১০ সালে মদ বিক্রির বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখন তিনিই মদ বেচায় উত্সাহ দিচ্ছেন''।
শুক্রবার শান্তিপুরে গিয়েছিলেন মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়। সেখানে শাসক দলকে কাঠগড়ায় তোলেন বিজেপি নেতারা। এদিন মুকুল রায় বলেন, ''গুজরাট ও বিহারে মদ নিষিদ্ধ। এখানে কেন মদ বিক্রি বন্ধ হবে না?'' একইসঙ্গে মুকুল রায় মনে করিয়ে দেন, বাম সরকারের জমানায় মদ বিক্রি নিষিদ্ধ করার দাবিতে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ সরকারের আসার পর ঢালাই মদের দোকানের লাইনেন্স দিচ্ছেন। সরকারি মদের দোকান খোলা হচ্ছে। পশ্চিমবঙ্গে মদ বিক্রি নিষিদ্ধ করার দাবিতে বিজেপি আন্দোলন শুরু করবে বলেও জানিয়ে দেন মুকুল।
শান্তিপুরে বিষমদকাণ্ড নিয়ে চড়ছে রাজনৈতিক পারদ। ইতিমধ্যেই মৃতদের পরিজনদের হাতে ক্ষতিপূরণের অর্থ তুলে দিয়েছেন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গে বৈধ মদ বিক্রির টাকা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর চোলাই বিক্রির টাকা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। শান্তিপুরে মৃত্যুর দায় তাঁদেরই নিতে হবে বলে দাবি করেন তিনি। এই অভিযোগ প্রমাণ করতে না পারলে কৈলাসের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছিলেন পার্থ। শনিবার কৈলাসকে আইনি চিঠি পাঠিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- আবার চাকরির সুযোগ, আপার প্রাইমারিতে হাজার হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য