বাঁকুড়া জানে মুনমুন সেনকে, তিনি জানেন বাঁকুড়াকে! প্রশ্ন রাজনৈতিক মহলে
তারকাদের মধ্যে উজ্জ্বল নক্ষত্র মুনমুন সেন। মুনমুন সেনের পরিচিতি বাঁকুড়ার মানুষের কাছে বেশ উজ্জ্বল। কিন্তু প্রশ্ন থাকছে অন্য জায়গায়। বাঁকুড়া নিয়ে তাঁর পরিচিতি কতক্ষানি! মুনমুন সেনের স্টার ইমেজকে কাজে লাগাতেই তাঁকে বাঁকুড়ায় প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। মনে করেন অনেকেই। অনেকের আবার প্রশ্ন, মুনমুন সেন কি কখনও বাঁকুড়ায় এসেছেন?
তারকাদের মধ্যে উজ্জ্বল নক্ষত্র মুনমুন সেন। মুনমুন সেনের পরিচিতি বাঁকুড়ার মানুষের কাছে বেশ উজ্জ্বল। কিন্তু প্রশ্ন থাকছে অন্য জায়গায়। বাঁকুড়া নিয়ে তাঁর পরিচিতি কতক্ষানি! মুনমুন সেনের স্টার ইমেজকে কাজে লাগাতেই তাঁকে বাঁকুড়ায় প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। মনে করেন অনেকেই। অনেকের আবার প্রশ্ন, মুনমুন সেন কি কখনও বাঁকুড়ায় এসেছেন? জানেন এই জেলায় কি কি সমস্যা রয়েছে ? মুনমুন সেনের চেয়ে স্থানীয় কোনও নেতাকে প্রার্থী করলেই ভাল হত বলে মনে করছেন তাঁরা। এ নিয়ে তৃণমূল অন্দরে চাপা বিতর্কের সৃষ্টি হয়েছে। তাঁর বিপরীতে দাঁড়ানো সিপিআইএম নেতা বাসুদেব আচারিয়া খোদ লাল মাটির মানুষ। সেখান থেকে সাত বার লোকসভায় জয়ী হয়েছেন তিনি। তাই বাঁকুড়ার মানুষের মন জয় করতে এখন স্নায়ুযুদ্ধে সম্মুখীন মহানায়িকার সুকন্যা মুনমুন সেন। তৃণমূল প্রার্থী মুনমুন সেন নিজেই স্বীকার করেছেন তিনি খুব বেশি বাঁকুড়ায় যাননি।