জামিনে মুক্ত গার্ডেনরিচ কাণ্ডের হোতা তৃণমূলের মুন্না
অবশেষে শর্তাধীন জামিনে মুক্তি পেলেন গার্ডেনরিচ কাণ্ডে মূল অভিযুক্ত মহঃ ইকবাল ওরফে মুন্না। গার্ডেনরিচ কাণ্ডে পুলিস খুনের ঘটনায় মুন্নার জামিন মিললেও সংঘর্ষের ঘটনায় এখনও জামিন পাননি কংগ্রেস নেতা মোক্তারসহ বাকিরা। সাতাত্তর দিন পর জামিন মিলল গার্ডেনরিচের পুলিস খুনের ঘটনায় মূল অভিযুক্ত মহঃ ইকবাল ওরফে মুন্নার।
অবশেষে শর্তাধীন জামিনে মুক্তি পেলেন গার্ডেনরিচ কাণ্ডে মূল অভিযুক্ত মহঃ ইকবাল ওরফে মুন্না। গার্ডেনরিচ কাণ্ডে পুলিস খুনের ঘটনায় মুন্নার জামিন মিললেও সংঘর্ষের ঘটনায় এখনও জামিন পাননি কংগ্রেস নেতা মোক্তারসহ বাকিরা। সাতাত্তর দিন পর জামিন মিলল গার্ডেনরিচের পুলিস খুনের ঘটনায় মূল অভিযুক্ত মহঃ ইকবাল ওরফে মুন্নার।
মায়ের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বুধবার আদালতে মুন্নার জামিনের আর্জি জানান তাঁর আইনজীবী। বিচারক ঘটনার সত্যতা খতিয়ে দেখার নির্দেশ দেয় সিআইডিকে। মুন্নার মা অসুস্থ এবং ভেন্টিলেশনে রয়েছে বলে আদালতে জানায় সিআইডি।
ছ হাজার টাকার ব্যক্তিগত বণ্ডে জামিন দেওয়া হয় মুন্নাকে। জামিন পেলেও সপ্তাহে একদিন ভবানীভবনে গিয়ে তদন্তকারী অফিসারের সামনে হাজিরা দিতে হবে মুন্নাকে। গার্ডেনরিচে পুলিস খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেস নেতা মুন্না জামিন পেলেও সেদিনের সংঘর্ষের ঘটনায় এখনও বাকিরা জামিন পাননি।