'ষড়যন্ত্র' খুঁজতে মুর্শিদাবাদ বিস্ফোরণে মুখ্যমন্ত্রীর নির্দেশে সিট গঠন

রেলের ভূমিকা নিয়ে পৈলানের সভায় প্রশ্ন তুলেছেন মমতা। 

Updated By: Feb 18, 2021, 10:31 PM IST
'ষড়যন্ত্র' খুঁজতে মুর্শিদাবাদ বিস্ফোরণে মুখ্যমন্ত্রীর নির্দেশে সিট গঠন

নিজস্ব প্রতিবেদন: রাজ্যের মন্ত্রী জাকির হোসেনকে খুনের ষড়যন্ত্র করা হয়েছিল বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার ঘটনার তদন্তে সিট গঠন করল রাজ্য সরকার। তদন্তকারী দলের মাথায় এডিজি সিআইডি অনুজ শর্মা (Anuj Sharma)। 

মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিস্ফোরণের তদন্তে গঠিত হয়েছে সিট। এডিজি সিআইডি অনুজ শর্মার নেতৃত্বে বিশেষ তদন্তকারী দলে রয়েছে এসটিএফ, আইবি, সিআইএফ, স্থানীয় পুলিস। আগামিকাল, শুক্রবার ঘটনাস্থলে যাবে সিট।   

শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেনকে (Zakir Hussain) হাসপাতালে দেখতে গিয়ে সকালেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, ভয়াবহ ঘটনা। জাকিরের সঙ্গে যাঁরা ছিলেন, তাঁরা জানিয়েছেন, রিমোট কন্ট্রোলে বিস্ফোরণ ঘটনা হয়েছে। স্থানীয় ছেলেমেয়েদের কথা শুনে মনে হয়েছে, পরিকল্পিতভাবে বিস্ফোরণ করেছে।' পৈলানে কর্মিসভাতেও মুখ্যমন্ত্রী সুর চড়িয়ে বলেন,'ভাবতে পারিনি এত তীব্র বিস্ফোরণ! কারও হাত উড়ে গিয়েছে, পা উড়ে গিয়েছে। জাকিরের হাতে-পায়ে চোট লেগেছে। এখনও ভেন্টিলেশনে। জাকির জনপ্রিয় নেতা।  আমার মনে হয়, এটা কলকাতা মুর্শিদাবাদ, মালদহ নির্বাচন দিয়ে শুরু করবে। তাই জাকিরকে খুন করে সরিয়ে দেওয়ার লক্ষ্য ছিল। যারাই করে থাকুক, আমি মনে করি, পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।' 

এর পাশাপাশি রেলের ভূমিকা নিয়েও পৈলানের সভায় প্রশ্ন তুলেছেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়, 'কেন রেলস্টেশনে আলো ছিল না? ঘটনার পর রেল কর্তৃপক্ষের দেখা মেলেনি? জাকির রেলে যাবে নিশ্চয়ই ওরা জানত, তা সত্ত্বেও কোনও নিরাপত্তা ছিল না। রেল পুলিসের নিয়ন্ত্রণে থাকে রেল স্টেশন। রাজ্য পুলিসের আওতাধীন নয়।' রেল অবশ্য আগেই মুখ্যমন্ত্রীর দাবি খারিজ করেছে।

আরও পড়ুন- অভিষেকের হয়ে ব্যাট ধরলেন 'পিসি' মমতা 
  

 

.