আজ ফের রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী

গত লোকসভা ভোটের পর মোদী ঝড় এখন অনেকটাই ফিকে। একের পর এক ইস্যুতে কোণঠাসা বিজেপি। ভোটে কতটা কল্কে পাবে পদ্মশিবির, তা নিয়ে একটা সংশয় থাকছেই। আর সে কারণেই প্রচারে মরিয়া হয়ে ঝাঁপাতে চাইছে গেরুয়া শিবির। দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারে আজ ফের রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। 

Updated By: Apr 7, 2016, 09:07 AM IST
আজ ফের রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী

ওয়েব ডেস্ক: গত লোকসভা ভোটের পর মোদী ঝড় এখন অনেকটাই ফিকে। একের পর এক ইস্যুতে কোণঠাসা বিজেপি। ভোটে কতটা কল্কে পাবে পদ্মশিবির, তা নিয়ে একটা সংশয় থাকছেই। আর সে কারণেই প্রচারে মরিয়া হয়ে ঝাঁপাতে চাইছে গেরুয়া শিবির। দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারে আজ ফের রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। 

আজ মোট ৩টি জনসভা করবেন প্রধানমন্ত্রী। বেলা ১২টা নাগাদ প্রথম সভাটি করবেন আলিপুরদুয়ারের মাদারিহাট। সেখান থেকে সরাসরি চলে আসবেন বর্ধমানের আসানসোলে। দুপুর ৩টে নাগাদ সেখানে বিজেপি প্রার্থীর সমর্থনে একটি সভা করবেন তিনি। পরে হেলিকপ্টারে উড়ে যাবেন শিলিগুড়ি। সন্ধে ৬টা নাগাদ শিলিগুড়িতে জনসভা নমোর। প্রধানমন্ত্রীর সভা ঘিরে কড়া নিরাপত্তা ৩ জেলাতেই। এরপর ১৪ এপ্রিল, ১৭ এপ্রিল , ২২ এপ্রিল এবং ২ মে আরও ৫ দিনের সফর কর্মসূচি আছে মোদীর।

.