কর্মস্থলে হেনস্থার অভিযোগ করে আত্মঘাতী যাদবপুর কেএস রায় টিবি হাসপাতালের নার্স

এ যেন মৃত্যুর কাছে অসহায় আত্মসমর্পণ। কর্মস্থলে হেনস্থার অভিযোগ করে আত্মঘাতী হলেন যাদবপুর কে এস রায় টিবি হাসপাতালের নার্স। মৃত নার্স মহুয়া পাত্রের স্বামীর দাবি, আত্মহত্যার আগে ফোনে অডিও টেক্সট ম্যাসেজ পাঠিয়েছিলেন মহুয়া পাত্র। ম্যাসেজে মহুয়া হাসপাতালের সুপার বনশ্রী মণ্ডল, সিস্টার ইনচার্জ শিখা মিত্র ও বেলেঘাটা আই ডি হাসপাতালের সুপার শ্যামাপ্রসাদ মিত্রের বিরুদ্ধে অভিযোগ করেন।

Updated By: Aug 23, 2016, 11:36 AM IST
কর্মস্থলে হেনস্থার অভিযোগ করে আত্মঘাতী যাদবপুর কেএস রায় টিবি হাসপাতালের নার্স

ওয়েব ডেস্ক: এ যেন মৃত্যুর কাছে অসহায় আত্মসমর্পণ। কর্মস্থলে হেনস্থার অভিযোগ করে আত্মঘাতী হলেন যাদবপুর কে এস রায় টিবি হাসপাতালের নার্স। মৃত নার্স মহুয়া পাত্রের স্বামীর দাবি, আত্মহত্যার আগে ফোনে অডিও টেক্সট ম্যাসেজ পাঠিয়েছিলেন মহুয়া পাত্র। ম্যাসেজে মহুয়া হাসপাতালের সুপার বনশ্রী মণ্ডল, সিস্টার ইনচার্জ শিখা মিত্র ও বেলেঘাটা আই ডি হাসপাতালের সুপার শ্যামাপ্রসাদ মিত্রের বিরুদ্ধে অভিযোগ করেন।

আরও পড়ুন রিও-র হল সারা, টোকিও-র হল শুরু

এরপর গত শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন মহুয়া পাত্র। রবিবার নিখোঁজ ডায়ারিও করা হয়। পরে যাদবপুর জিআরপি থেকে জানানো হয় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে মহুয়া পাত্রের।

আরও পড়ুন  জন্মদিনে শুনে নিন কেকে-র গাওয়া অন্যতম সেরা পাঁচ গান

.