ভারতীয় ছাত্রদের সামনে সরাসরি অক্সফোর্ডে পড়ার সুযোগ

এবার থেকে সরাসরি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে ভারতীয় ছাত্রছাত্রীরা। শুক্রবার খড়গপুর আইআইটি-তে এক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চানসেলর অন্ড্রু হ্যামিলটন।

Updated By: Mar 24, 2012, 08:30 PM IST

এবার থেকে সরাসরি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে ভারতীয় ছাত্রছাত্রীরা। শুক্রবার খড়গপুর আইআইটি-তে এক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চানসেলর অন্ড্রু হ্যামিলটন। তিনি বলেন, "এদেশের সেরা ছাত্র-ছাত্রীদের আমরা সরাসরি অক্সফোর্ডে পড়ার সুযোগ করে দিতে চাই। এজন্য ২০১৩ সাল থেকে সিবিএসই বা আইএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির ফলাফলের নিরিখে সরাসরি স্নাতক স্তরে পড়ার সুযোগ পাবে।" এর আগে প্রবেশিকা পরীক্ষা দিয়ে অক্সফোর্ডে পড়ার সুযোগ পেত ভারতীয় ছাত্ররা। এবার থেকে সিবিএসই বা আইএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯০ শতাংশ নম্বর পেলেই শর্তসাপেক্ষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে পড়ুয়ারা।

.