অক্সিটাউন জোড়া হত্যাকাণ্ডে মৃতার স্বামী অভীক ঘোষের মৃত্যুদণ্ডের সাজা, সুপারি কিলার সোমনাথের যাবজ্জীবন
অক্সিটাউন জোড়া হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত মৃতা মৌসুমীর স্বামী অভীক ঘোষের মৃত্যুদণ্ডের সাজা দিল আলিপুর নগর দায়েরা আদালত। অপর দোষী সুপারি কিলার সোমনাথ তাঁতির যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি হল।
ওয়েব ডেস্ক: ২০১০ সালে বেহালার অক্সিটাউনে জোড়া খুনের ঘটনায় মূল অভিযুক্ত অভীক ঘোষকে মৃত্যুদণ্ডের সাজা দিল আলিপুর আদালত। অন্য অভিযুক্ত সুপারি কিলার সোমনাথ তাঁতির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
২০১০ সালের দশের সেপ্টেম্বরে বিহারের দুষ্কৃতীদের সুপারি দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি করান অভীক ঘোষ। খুন হন তাঁর স্ত্রী মৌসুমি ও বাড়ির পরিচারিকা। দুই সন্তানের সামনেই মৌসুমি ঘোষকে গলা কেটে খুন করা হয়। আজ সেই মামলার রায় দিল আদালত।
আলিপুর আদালতে এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন অভীক ঘোষ ও সুপারি কিলার সোমনাথ তাঁতি। প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গিয়েছে সোমনাথের তিন সহযোগী।
তদন্তে উঠে এসেছে, যে, ক্রমাগত ঝগড়ার জেরেই মৌসুমীকে খুনের চক্রান্ত করে অভীক। সোমনাথ তাঁতি নামে এক মিস্ত্রীকে কাজে লাগায় অভীক।