প্রশাসনিক কর্মচারিদের ওপর কর্মীদের নজরদারির নির্দেশ দিলেন পার্থ

তৃণমূলপন্থী সরকারি কর্মচারীদের প্রশাসনের উপর নজর রাখার নির্দেশ দিলেন পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার তৃণমূলপন্থী কর্মী সংগঠনের বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, "প্রশাসনের একাংশ সরকারের বিরুদ্ধে ষঢ়যন্ত্র করছে।" পঞ্চায়েত নির্বাচনের আগে নজরদারি বাড়াতে সংগঠনের সদস্যদের নির্দেশ দেন তিনি।

Updated By: Mar 6, 2013, 12:00 PM IST

তৃণমূলপন্থী সরকারি কর্মচারীদের প্রশাসনের উপর নজর রাখার নির্দেশ দিলেন পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার তৃণমূলপন্থী কর্মী সংগঠনের বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, "প্রশাসনের একাংশ সরকারের বিরুদ্ধে ষঢ়যন্ত্র করছে।" পঞ্চায়েত নির্বাচনের আগে নজরদারি বাড়াতে সংগঠনের সদস্যদের নির্দেশ দেন তিনি।
প্রশাসন এবং সরকারি কর্মীদের একাংশ সরকারের সঙ্গে অসহযোগীতা করছে, ইতিমধ্যেই বিভিন্ন জনসভায় এই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রীর সুরে সুর মেলালেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। তৃণমূলপন্থী কর্মচারী সংগঠন ইউনাইটেড স্টেট গভর্মেন্ট এম্পলয়িজ ফেডারেশনের বৈঠকে তাই সংগঠনের সদস্যদের প্রশাসনের উপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি।
পঞ্চায়েত নির্বাচনের সরকারি কর্মীদের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সে কথা মাথায় রেখে নির্বাচনের আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সরকারি কর্মী সংগঠনের কেন্দ্রীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সরকারি কর্মীদের এই সমাবেশে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

.