খাস কলকাতায় পাকড়াও মুঙ্গেরের বেআইনি অস্ত্র কারবারি আখতার কাজমি
মুঙ্গের থেকে অস্ত্র পাচার করতে কলকাতায় এসেছিল আখতার কাজমি।
নিজস্ব প্রতিবেদন: মুঙ্গেরের বেআইনি অস্ত্র কারবারের পাণ্ডাকে খাস কলকাতা থেকে গ্রেফতার করল পুলিস। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ৬টি বন্দুক। ধৃতের নাম আখতার কাজমি।
মুঙ্গের থেকে অস্ত্র পাচার করতে কলকাতায় এসেছিল আখতার কাজমি। ময়দান চত্বর থেকে তাঁকে পাকড়াও করে পুলিসের এসটিএফ। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ৬টি বন্দুক। তবে সেগুলি সম্পূর্ণভাবে জোড়া হয়নি। তাঁর কাছ থেকে মিলেছে জাল নোটও।
পুলিস সূত্রের দাবি, ধৃত আখতার কাজমি মুঙ্গেরে অস্ত্র কারবার চালায়। জাল নোটের পাচারের সঙ্গেও সে যুক্ত।
কিন্তু মুঙ্গেরের লোক কলকাতায় কেন?
পুলিস সূত্রে খবর, অস্ত্র পাচার করতে মুঙ্গের থেকে কলকাতায় এসেছিল আখতার কাজমি। গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। আখতার কাজমিকে জেরা করা হচ্ছে। এরাজ্যেও অস্ত্র কারখানা খুলেছে কিনা তা জানতে চাইছে পুলিস। একইসঙ্গে এরাজ্যে বেআইনি অস্ত্র কারবারিদের চক্রের খোঁজও মিলতে পারে বলে মনে করছেন পুলিস আধিকারিকরা।
আরও পড়ুন- লজ্জা! বাংলার নবজাগরণের পুরোধা রামমোহনের বাড়িতে চুরি, প্রশ্নের মুখে প্রশাসন