চাঁদি ফাটা গরমে ট্র্যাফিক পুলিশদের অবস্থা খতিয়ে দেখতে রাস্তায় পুলিশ কমিশনার

তাপমাত্রা চল্লিশ ছুঁইছুঁই। তীব্র গরমে ট্র্যাফিক পুলিসদের অবস্থা খতিয়ে দেখতে আজ পথে নামেন পুলিস কমিশনার সুরজিত্‍ কর পুরকায়স্থ। পার্ক সার্কাস থেকে শুরু করে দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে কর্মরত ট্রাফিক কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি । গরমের সঙ্গে মোকাবিলা করার জন্য পর্যপ্ত ওআরএস, রোদচশমা, ছাতা এবং নেক কুলার পাচ্ছেন কিনা তাও খতিয়ে দেখেন সিপি।

Updated By: Mar 31, 2014, 10:03 PM IST

তাপমাত্রা চল্লিশ ছুঁইছুঁই। তীব্র গরমে ট্র্যাফিক পুলিসদের অবস্থা খতিয়ে দেখতে আজ পথে নামেন পুলিস কমিশনার সুরজিত্‍ কর পুরকায়স্থ। পার্ক সার্কাস থেকে শুরু করে দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে কর্মরত ট্রাফিক কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি । গরমের সঙ্গে মোকাবিলা করার জন্য পর্যপ্ত ওআরএস, রোদচশমা, ছাতা এবং নেক কুলার পাচ্ছেন কিনা তাও খতিয়ে দেখেন সিপি।

এরপরই ট্র্যাফিক সার্জেন্ট ও কনস্টেবলদের ডিউটির সময় দু ঘণ্টা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। গরমের সময়টায় আট ঘণ্টার বদলে তাঁরা ছয় ঘণ্টা করে ডিউটি করবেন। এছাড়া প্রতিটি পুলিস কিয়স্কে সাধারণ মানুষের জন্য জল রাখারও নির্দেশ দিয়েছেন পুলিস কমিশনার।এর আগে প্রতিটি থানাতে আসা মানুষদের জল খাওয়ানোর নির্দেশ দিয়েছিলেন নগরপাল।

.