রেডরোডকাণ্ডে যৌথ তদন্তের আর্জি খারিজ পুলিসের
রেডরোডকাণ্ডে যৌথ তদন্তের আর্জি খারিজ কলকাতা পুলিসের। বায়ুসেনার দাবি কার্যত নাকচ করে পুলিসের তরফে পাল্টা জানানো হয়েছে যৌথ তদন্ত সম্ভব নয়। বরং তদন্তের গতিপ্রকৃতি যদি জানতে চায় সেনা তাতে রাজি পুলিস। অন্যদিকে এই কাজে বায়ুসেনা কোনও প্রতিনিধি নিয়োগ করতে চাইলে তাতেও আপত্তি নেই বলে শনিবার চিঠিতে উল্লেখ করেছে পুলিস।
ওয়েব ডেস্ক: রেডরোডকাণ্ডে যৌথ তদন্তের আর্জি খারিজ কলকাতা পুলিসের। বায়ুসেনার দাবি কার্যত নাকচ করে পুলিসের তরফে পাল্টা জানানো হয়েছে যৌথ তদন্ত সম্ভব নয়। বরং তদন্তের গতিপ্রকৃতি যদি জানতে চায় সেনা তাতে রাজি পুলিস। অন্যদিকে এই কাজে বায়ুসেনা কোনও প্রতিনিধি নিয়োগ করতে চাইলে তাতেও আপত্তি নেই বলে শনিবার চিঠিতে উল্লেখ করেছে পুলিস।
আইনি বাধার জন্যেই যৌথ তদন্ত সম্ভব নয় বলে জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিবও। এর আগে গত ২৭ জানুয়ারি পুলিসের ওপর চাপ বাড়িয়ে যৌথ তদন্তের দাবি করে বায়ুসেনা। সেই মর্মে চিঠি দেওয়া হয় কলকাতার পুলিস কমিশনারকেও। ঘটনার দিন কর্তব্যরত পুলিসকর্মীদেরও জিজ্ঞাসাবাদ করতে চায় বায়ুসেনা।