২২ টাকার নিচে সম্ভব নয় আলু, মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিলেন ব্যবসায়ীরা
মুখ্যমন্ত্রীর সঙ্গে টাস্ক ফোর্সের বৈঠকে আলুর দাম নিয়ে জট কাটল না। বাইশ টাকার নীচে আলু বিক্রি সম্ভব নয় বলে মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন আলু ব্যবসায়ীরা। তবে ন্যায্য মূল্যের দোকানে ১৪ টাকা কেজি দরেই মিলবে আলু। পাশাপাশি ভিনরাজ্যে দিনে ৭০০ মেট্রিক টন আলু পাঠানোর অনুমতি দিয়েছে সরকার।
বাজারে জ্যোতি আলুর দাম পৌছেছে কেজি প্রতি ২০ থেকে বাইশ টাকায়। সরকারি উদ্যোগে ১৪ টাকা কেজি দরে আলু বিক্রি হলেও অধিকাংশ বাজারে সরকারি আলুর গাড়ি পৌছচ্ছে না বলে ক্রেতাদের অভিযোগ। এই পরিস্থিতিতে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে সোমবার টাস্কফোর্সের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু বৈঠকে মিলল না কোনও সমাধান সূত্র।
তবে ব্যবসায়ীদের দাবি মেনে ভিন রাজ্যে আলু রফতানির অনুমতি দিয়েছে সরকার। আলুর দাম যাতে কোনভাবেই না বাড়ে সে বিষয়ে নজর দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে শেষ পর্যন্ত খোলা বাজারে আলুর দাম কবে কমবে সে প্রশ্নের কোনও উত্তর মিলল না সোমবারের বৈঠকে।