শিল্পায়নে গতি আনতে মহাযজ্ঞ

অর্থনীতিবিদদের দাওয়াই বা সরকারি আশ্বাস, কিছুতেই আর ভরসা নেই। তাই শিল্পায়নে গতি আনতে এবার মহাযজ্ঞে উদ্যোগী রাজ্যের শিল্পপতিদের বড় একটা অংশ।

Updated By: Oct 29, 2011, 10:00 AM IST

অর্থনীতিবিদদের দাওয়াই বা সরকারি আশ্বাস, কিছুতেই আর ভরসা নেই। তাই শিল্পায়নে গতি আনতে এবার মহাযজ্ঞে উদ্যোগী রাজ্যের শিল্পপতিদের বড় একটা অংশ। জি টি রোডের ধারে গড়ে তোলা হয়েছে বিশাল যজ্ঞস্থল। শণিবার থেকে সেখানেই শুরু হয়েছে নদিনের মহালক্ষ্ণী মহাযজ্ঞ। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর শিল্পোন্নয়নে উদ্যোগী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে এত কিছু সত্ত্বেও গত কয়েকমাসে তেমন উল্লেখযোগ্য কোনও বিনিয়োগ হয়নি রাজ্যে। বারবার শিল্পমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বসেছেন রাজ্যের বণিকমহল। একাধিকবার বৈঠকে বসেও সমস্যার কিন্তু বিশেষ কোনও সুরাহা হয়নি। তাই এবার প্রশ্ন উঠছে, পুঁজি বা পরিকাঠামো, জমি বা শ্রম, শিল্পের জন্যে প্রয়োজনীয় এইসব গুরুত্বপূর্ণ ইস্যুকে বাদ দিয়ে তবে কী যজ্ঞের ওপরেই ভরসা করছেন রাজ্যের শিল্পপতিদের একাংশ?

.