আর জি করে শিশুচুরির ঘটনায় সাসপেন্ড চার নিরাপত্তাকর্মী

আর জি করে শিশুচুরির ঘটনায় সাসপেন্ড করা হল চার নিরাপত্তাকর্মীকে। ঘটনার দিন দুপুরে স্ত্রীরোগ বিভাগে ডিউটি করছিলেন তাঁরা। বেসরকারি সংস্থার কর্মী ওই চারজনকে আপাতত কাজে না পাঠাতে বলা হয়েছে।  সতর্ক করা হয়েছে ঐ সংস্থাকেও। গতকাল দুপুরে আর জি কর হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে সাত দিনের একটি শিশু চুরি যায় বলে অভিযোগ।

Updated By: Oct 14, 2012, 12:22 PM IST

আর জি করে শিশুচুরির ঘটনায় সাসপেন্ড করা হল চার নিরাপত্তাকর্মীকে। ঘটনার দিন দুপুরে স্ত্রীরোগ বিভাগে ডিউটি করছিলেন তাঁরা। বেসরকারি সংস্থার কর্মী ওই চারজনকে আপাতত কাজে না পাঠাতে বলা হয়েছে।  সতর্ক করা হয়েছে ঐ সংস্থাকেও। গতকাল দুপুরে আর জি কর হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে সাত দিনের একটি শিশু চুরি যায় বলে অভিযোগ।
ঘটনার সময় চিকিত্সক, নার্স, আয়ারা উপস্থিত থাকলেও, বিষয়টি কেউ খেয়ালই করেননি। ঘটনার জেরে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান অন্য রোগীর আত্মীয়রা। চুরি একটি সামাজিক সমস্যা বলে দায় এড়িয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ।

.