বেআইনি লেনদেনে জড়িত সিবিআই প্রাক্তন ডিরেক্টরের পরিবার! হলফনামায় বিস্ফোরক রাজীব কুমার
সোমবার আরও ৭ দিনের জন্য পিছিয়ে যায় শুনানি। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২২ এপ্রিল।
নিজস্ব প্রতিবেদন : হলফনামায় বিস্ফোরক রাজীব কুমার। সিবিআই-এর কার্যকলাপ নিয়ে শুধু প্রশ্ন নয়, সরাসরি গুরুতর অভিযোগের আঙুল তুলেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে। সিবিআই-এর প্রাক্তন অন্তর্বর্তী ডিরেক্টর নাগেশ্বর রাওয়ের বিরুদ্ধে হলফনামায় গুরুতর অভিযোগ এনেছেন কলকাতার প্রাক্তন পুলিস কমিশনার। হলফনামায় রাজীব কুমার অভিযোগ করেছেন, নাগেশ্বর রাওয়ের স্ত্রী ও মেয়ে নোটবন্দির সময়ে বিভিন্ন ভুয়ো সংস্থার সঙ্গে বেআইনি লেনদেনে জড়িত ছিলেন।
প্রসঙ্গত, শনিবার ১৩ এপ্রিল গ্রেফতারির বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন করে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেন রাজীব কুমার। সারদা মামলায় উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কাজ করছে সিবিআই। শিলঙে জেরা চলাকালীন কেন্দ্রীয় গোয়েন্দাদের সবরকম সহযোগিতা করেছিলেন। জিজ্ঞাসাবাদ পর্বের ভিডিও রেকর্ডিং দেখলেই আদালত সেটা বুঝতে পারবে। এই মর্মে শীর্ষ আদালতে হলফনামা জমা দেন কলকাতার প্রাক্তন পুলিস কমিশনার। পাশাপাশি হলফনামায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পদক্ষেপ নিয়েও হলফনামায় প্রশ্ন তোলেন তিনি। পড়ুন, সুপ্রিম কোর্টে পাল্টা হলফনামায় আত্মপক্ষ সমর্থন রাজীব কুমারের
দু'পক্ষের হলফনামার প্রেক্ষিতে এরপর সোমবার ১৫ এপ্রিল পরবর্তী শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার আরও ৭ দিনের জন্য পিছিয়ে যায় শুনানি। রাজীব কুমারের হলফনামার জবাব দিতে আরও কিছুটা সময় চায় সিবিআই। আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে আরও ৭ দিন সময় দেয় সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২২ এপ্রিল। সিবিআই সময় চাওয়ার পাশাপাশি, শিলংয়ে তাঁর মক্কেলকে জিজ্ঞাসাবাদের ভিডিও ফুটেজ চেয়ে আর্জি জানিয়েছেন রাজীব কুমারের আইনজীবী ইন্দিরা জয় সিং।