চিংড়িহাটা, কালিঘাট উড়ালপুলের স্বাস্থ্য বেহাল, আপাতত বন্ধ বড় গাড়ি চলাচল
প্রথম দফায় মোট ৮ টা সেতুর স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত হয়। তার মধ্যে ৩টে সেতুর স্বাস্থ্য পরীক্ষা হবে অগাস্টে। শিয়ালদহ, অরবিন্দ সেতু ও বিজনসেতুর স্বাস্থ্য পরীক্ষা চলতি মাসেই।
নিজস্ব প্রতিবেদন: চিংড়িহাটা ব্রিজের নকশায় ত্রুটি আছে। ওই ব্রিজের পিলার আরও পোক্ত করতে হবে। KMDA-এর ব্রিজগুলোর স্বাস্থ্য পরীক্ষায় উঠে এসেছে এই তথ্য। ওই ব্রিজ দিয়ে বড় গাড়ি আর চালানো যাবে না। আপাতত ওই ব্রিজে বড় গাড়ি যাতায়াত বন্ধ রাখা হয়েছে।
শুধু তাই নয়, কালিঘাট ব্রিজ দিয়েও বড় গাড়ি চালানো যাবে না। ওই ব্রিজের পিলার নোংরা জলে নষ্ট হয়ে যাচ্ছে বলে বিশেষজ্ঞদের মত।
এছাড়া আরও দুটো ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। বঙ্কিম সেতু ও বাঘাযতীন সেতু বিপন্মুক্ত।
চাবির গোছাতেই রয়েছে রহস্য, নেতাজিনগরের বৃদ্ধ দম্পতি খুনের তদন্তে হোমিসাইড শাখা
এরপর দ্বিতীয় দফায় ৯টি সেতুর স্বাস্থ্য পরীক্ষা হবে। প্রথম দফায় মোট ৮ টা সেতুর স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত হয়। তার মধ্যে ৩টে সেতুর স্বাস্থ্য পরীক্ষা হবে অগাস্টে। শিয়ালদহ, অরবিন্দ সেতু ও বিজনসেতুর স্বাস্থ্য পরীক্ষা হবে চলতি মাসেই। এদিকে, উল্টোডাঙ্গা সেতুরও ফাটল মেরামতি চলছে।