প্রাক্তন সিপিআইএম সাংসদ সমর মুখোপাধ্যায়ের জীবনাবসান
জীবনাবসান হল বর্ষীয়ান সিপিআইএম নেতা সমর মুখোপাধ্যায়ের। বয়স হয়েছিল একশ এক বছর। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বেশ কয়েকবছর ধরেই। আজ সকালে একটি বেসরকারি হাসপাতালে তাঁর জীবনাবসান হয় । জন্ম ১৯১৩ সালে। ১৯৭১ থেকে ৮৪ টানা ১৩ বছর হাওড়া থেকে নির্বাচিত লোকসভার সদস্য ছিলেন। ১৯৮৬ -৯৩ রাজ্যসভার সদস্যও ছিলেন তিনি। কমিউনিস্ট পার্টিতে যোগ দেওয়ার পর আমৃত্যু দলের কমিউনে থাকতেন।
জীবনাবসান হল বর্ষীয়ান সিপিআইএম নেতা সমর মুখোপাধ্যায়ের। বয়স হয়েছিল একশ এক বছর। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বেশ কয়েকবছর ধরেই। আজ সকালে একটি বেসরকারি হাসপাতালে তাঁর জীবনাবসান হয় । জন্ম ১৯১৩ সালে। ১৯৭১ থেকে ৮৪ টানা ১৩ বছর হাওড়া থেকে নির্বাচিত লোকসভার সদস্য ছিলেন। ১৯৮৬ -৯৩ রাজ্যসভার সদস্যও ছিলেন তিনি। কমিউনিস্ট পার্টিতে যোগ দেওয়ার পর আমৃত্যু দলের কমিউনে থাকতেন।
তাঁর ১০১ বছরের দীর্ঘ জীবন দেশ বিদেশের বহু ঘটনার সাক্ষী। সম্ভবত তিনিই ভারতীয় রাজনীতিতে এমন একজন নেতা, যাঁর জীবদ্দশায় বলশেভিক বিপ্লব, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ফরাসি বিপ্লব, ভারতের স্বাধীনতা আন্দোলনের মত ঘটনা ঘটেছে। গত বছরের সাতই নভেম্বর একশ বছর পূর্ণ করেন সমর বাবু। সেদিন দলীয় কমিউনের সামনেই তাঁর জন্মদিন পালিত হয়। আজ বিকেল পাঁচটা থেকে ছটা পর্যন্ত তার দেহ শ্রদ্ধা জানানোর জন্য আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএমের রাজ্য দফতরে থাকবে।