বামদের সঙ্গে কেন জোট? মানুষ বিশ্বাসই করেনি, আলোচনা চেয়ে Sonia-কে চিঠি Sankar-র

উত্তরবঙ্গের শক্তঘাঁটিতে এবার একটাও আসন পায়নি কংগ্রেস (Congress)। 

Updated By: Jun 7, 2021, 12:11 AM IST
বামদের সঙ্গে কেন জোট? মানুষ বিশ্বাসই করেনি, আলোচনা চেয়ে Sonia-কে চিঠি Sankar-র

নিজস্ব প্রতিবেদন: ভোটের আগে দলে আমাদের মতকে প্রাধান্য দেওয়া হয়নি। এখন হারের পর্যালোচনায় কেন সামিল করা হচ্ছে? এই অনুযোগ জানিয়ে কংগ্রেসের সভানেত্রী সনিয়া গান্ধীকে (Sonia Gandhi) চিঠি দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা শঙ্কর মালাকার (Sankar Malakar)।      
  
উত্তরবঙ্গের শক্তঘাঁটিতে এবার একটাও আসন পায়নি কংগ্রেস (Congress)। মাটিগাড়া-নকশালবাড়িতে পরাজিত হয়েছেন বর্ষীয়ান নেতা শঙ্কর মালাকার (Sankar Malakar)। হারের কারণ নিয়ে সরাসরি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে চেয়ে সনিয়া গান্ধীকে চিঠি দিলেন তিনি। চিঠিতে আবেদন করেছেন, ''রাজ্যে কংগ্রেসের বিপর্যয়ের জন্য কোনও কমিটির সঙ্গে কথা বলতে চাই না। আপনাদের সঙ্গে সরাসরি আলোচনা চাই।' রাহুল গান্ধীর সঙ্গে ফোনেও তাঁর এনিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন শঙ্কর।

শঙ্করের দাবি, সিপিএমের সঙ্গে জোট নিয়ে কারও মতামত চাওয়া হয়নি। এখন হারের কারণ নিয়ে জানতে চাইছে স্ক্রিনিং কমিটি। তাঁর ক্ষোভ, ''বারবার বামেদের সঙ্গে জোটের তত্ত্ব বিশ্বাসই করতে পারেনি মানুষ। তার পরেও অদ্ভূতভাবে জোট করা হল। জেলার নেতাদের মতামতই নেওয়া হয়নি।''

আরও পড়ুন- রাজনীতিতে 'হাতে খড়ি' দেওয়া Mukul-র বাড়িতে Saumitra, শুরু রাজনৈতিক জল্পনা

.