পিয়ালি ও শুভজিতকে আরও দু`দিনের ইডি হেফাজতের নির্দেশ

পিয়ালি সেন এবং শুভজিতকে আরও দু`দিন ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। ওই দু`জনকে আরও জেরা করা দরকার। তাই ব্যাঙ্কশাল কোর্টে তাঁদের আরও দু`দিনের জন্য হেফাজতে চায় ইডি। নাবালক পুত্র-কন্যার কথা বলে আদালতে জামিনের আর্জি জানান পিয়ালি সেন। ইডির আর্জিতে সাড়া দিয়ে পিয়ালি, শুভজিতকে আরও দু`দিন হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।

Updated By: Apr 22, 2014, 03:41 PM IST

পিয়ালি সেন এবং শুভজিতকে আরও দু`দিন ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। ওই দু`জনকে আরও জেরা করা দরকার। তাই ব্যাঙ্কশাল কোর্টে তাঁদের আরও দু`দিনের জন্য হেফাজতে চায় ইডি। নাবালক পুত্র-কন্যার কথা বলে আদালতে জামিনের আর্জি জানান পিয়ালি সেন। ইডির আর্জিতে সাড়া দিয়ে পিয়ালি, শুভজিতকে আরও দু`দিন হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।

সারদার টাকা নিয়েছিলেন আরও দুই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল সাংসদ। ইডি-র জেরায় এই দাবি করেন সুদীপ্ত সেনের স্ত্রী পিয়ালি সেন। শুধু ওই দুই সাংসদই নন, এক দাপুটে তৃণমূল বিধায়ক দক্ষিণ চব্বিশ পরগনায় মেলা ও উত্সব করেছিলেন সারদার টাকায়। কিন্তু কেন সেই বিধায়ককে মেলার জন্য টাকা দিয়েছিলেন সুদীপ্ত সেন? পিয়ালির কাছে সে কথা জানতে চান ইডি-র গোয়েন্দারা। এই ধরনের বেশ কিছু তথ্য জানার জন্যই পিয়ালি, শুভজিতকে প্রয়োজন। তাই তাঁদের হেফাজতে চেয়েছিল ইডি। অন্যদিকে, সল্ট লেকের বিডি ব্লকের ইউবিআই-এর শাখায় পিয়ালির একটি লকার রয়েছে। এই সংক্রান্ত সমস্ত তথ্য চেয়ে ইউবিআইকে নোটিস দিয়েছে ইডি।

.