সারদার সংবাদ মাধ্যমের কর্মীরা এবার রাজ্যপালের দ্বারস্থ হচ্ছেন

রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে বকেয়া টাকা আদায়ের জন্য আবেদন জানাতে চলেছেন সারদার সংবাদ মাধ্যমের কর্মীরা। শনিবার কলকাতা প্রেস ক্লাবে একটি সভা আয়োজিত হয়েছিল। সাংবাদিকদের কয়েকটি সংগঠনের উদ্যোগে এই সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।

Updated By: Jun 1, 2013, 09:10 PM IST

রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে বকেয়া টাকা আদায়ের জন্য আবেদন জানাতে চলেছেন সারদার সংবাদ মাধ্যমের কর্মীরা। শনিবার কলকাতা প্রেস ক্লাবে একটি সভা আয়োজিত হয়েছিল। সাংবাদিকদের কয়েকটি সংগঠনের উদ্যোগে এই সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।
এক হাজারেরও বেশি সাংবাদিক ও অসাংবাদিক কর্মীর কাজ বন্ধ হয়ে গিয়েছে। তাঁদের বকেয়া পাওনার মেটানোর বিষয়ে প্রশাসনিক সাহায্যের আবেদন জানানো হবে মুখ্যমন্ত্রীর কাছে। ইতিমধ্যেই সারদা সংস্থার একটি চ্যানেলকে অধিগ্রহণ করা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

.