সোমবার ছাত্র ধর্মঘট রুখতে পুলিস নামাবে টিএমসিপি, হুঁশিয়ারি শঙ্কুদেবের

সোমবারের ছাত্র ধর্মঘট রুখতে প্রয়োজনে পুলিসি সাহায্য নেবে টিএমসিপি। জানালেন টিএমসিপির রাজ্য সভাপতি শঙ্কুদেব পণ্ডা। মধ্যমগ্রামকাণ্ডের প্রতিবাদে কাল এই ধর্মঘটের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠনগুলি। স্কুল কলেজের নির্ধারিত পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক কাজকর্মকে ধর্মঘট থেকে ছাড় দেওয়া হয়েছে।

Updated By: Jan 5, 2014, 04:28 PM IST

সোমবারের ছাত্র ধর্মঘট রুখতে প্রয়োজনে পুলিসি সাহায্য নেবে টিএমসিপি। জানালেন টিএমসিপির রাজ্য সভাপতি শঙ্কুদেব পণ্ডা। মধ্যমগ্রামকাণ্ডের প্রতিবাদে কাল এই ধর্মঘটের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠনগুলি। স্কুল কলেজের নির্ধারিত পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক কাজকর্মকে ধর্মঘট থেকে ছাড় দেওয়া হয়েছে।

মধ্যমগ্রামকাণ্ড এবং স্কুল কলেজে ছাত্রছাত্রীদের ওপর হামলার প্রতিবাদে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে এসএফআইসহ চার বাম ছাত্র সংগঠন। সোমবারই রাজ্যের বেশ কয়েকটি স্কুল কলেজে পরীক্ষা রয়েছে। কিছু কলেজে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা নেওয়া চলছে। এসএফআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম এবং সবরকম জরুরি কাজকে ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে।

বাম ছাত্র সংগঠনগুলির ধর্মঘট রুখতে ততপর শাসকদলের ছাত্র সংগঠনও। সরাসরি রাস্তায় নেমে ধর্মঘটের বিরোধিতার কথা না বললেও সোমবার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন এবং কাজকর্ম অন্যদিনের মতই হবে বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শঙ্কুদেব পণ্ডা।

শঙ্কুদেব পণ্ডার গলায় প্রছন্ন হুঁশিয়ারি থেকে পরিষ্কার বামছাত্র সংগঠগুলির ডাকা সোমবারের ধর্মঘটের মোকাবিলায় প্রস্তুত টিএমসিপি ।

.