পুলিস বিসর্জনের অনুমতি দেওয়ার কে? পাল্টা প্রশ্ন দিলীপ ঘোষের
ওয়েব ডেস্ক : এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে মহরমে বিসর্জনের অনুমতি দেবে পুলিস। নবান্নে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্য। রাজ্য সরকারের এই ঘোষণা আদালত অবমাননার সামিল বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
দিলীপবাবুর কথায়,"পুলিস অনুমতি দেওয়ার কে? আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, দশমীর পর মধ্যরাত পর্যন্ত বিসর্জন করা যাবে। পুলিস শুধু রুট ও সময় ঠিক করতে পারে। বিসর্জনের আবেদন খারিজের অধিকার আদালত পুলিশকে দেয়নি। হাইকোর্টকে এড়িয়ে যাচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী কিছুতেই মহরমের দিন বিসর্জন হতে দেবেন না।"
দিলীপবাবু আরও বলেন,"মহরমের তাজিয়া নিয়ে একটাও কথা বলেনি রাজ্য সরকার। অস্ত্র মিছিলেও কোনওরকম নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। পাকিস্তান সরকারের মতো আচরণ করছে রাজ্য সরকার।"
আরও পড়ুন, অস্ত্র পুজোয় অনুমতি দিল হাইকোর্ট