জেলে বসে সুদীপ্ত সেনের 'মন খারাপ'-এর চিঠি
কেমন আছেন সুদীপ্ত সেন? কেমন আছেন দেবযানী মুখার্জি? ২৪ ঘণ্টার হাতে এসে পৌছেছে সারদার দুই কিংপিনের লেখা চিঠি। চিঠির হস্তাক্ষর থেকে কিছুটা আঁচ পাওয়া গিয়েছে তাঁদের মানসিক পরিস্থিতির। গ্রাফোলজিস্টদের মতে, লাগাতার জেল আর জেরার মুখে অনেকটাই ভেঙে পড়েছেন সুদীপ্ত সেন। যদিও দেবযানী কিন্তু এখনও শক্তই রয়েছেন।
কলকাতা: কেমন আছেন সুদীপ্ত সেন? কেমন আছেন দেবযানী মুখার্জি? ২৪ ঘণ্টার হাতে এসে পৌছেছে সারদার দুই কিংপিনের লেখা চিঠি। চিঠির হস্তাক্ষর থেকে কিছুটা আঁচ পাওয়া গিয়েছে তাঁদের মানসিক পরিস্থিতির। গ্রাফোলজিস্টদের মতে, লাগাতার জেল আর জেরার মুখে অনেকটাই ভেঙে পড়েছেন সুদীপ্ত সেন। যদিও দেবযানী কিন্তু এখনও শক্তই রয়েছেন।
দুজনেই জেলবন্দী। মাঝে মধ্যে দেখা যায় টেলিভিশন স্ক্রিনে। তবে তা শুধুই আদালতে যাতায়াতের সময়। বাকি সময়টা সুদীপ্ত -দেবযানীর কাটে জেলের ভেতর। জেলের মধ্যে কেমন আছেন তাঁরা? সেই কৌতুহল কিছুটা মেটাল তাঁদের লেখা চিঠি। ২৪ ঘণ্টার হাতে আসা সুদীপ্ত-দেবযানীর দুটি চিঠির হাতের লেখা বিশ্লেষণ করে দুজনের মানসিক অবস্থার নাগাল পেতে চেয়েছেন গ্রাফোলজিস্টরা।
গ্রাফোলজিস্টদের মতে, সুদীপ্তর হাতের লেখা বলছে, একসময় ঝুঁকি নিতে ভালবাসলেও এখন তা এড়িয়ে চলতে চান তিনি।
নতুন করে চ্যালেঞ্জ আর নিতে চাইছেন না সুদীপ্ত সেন।
কোনও কিছু স্থিরভাবে করার মানসিকতাও আর নেই সুদীপ্তর।
মানসিক চাপ এতটাই যে সন্দেহ করছেন সবাইকে ।
মানসিক অবস্থাও ঘন ঘন বদলাচ্ছে।
আপাতত চট জলদি পরিত্রাণের আশাতেই দিন গুনছেন সারদা কর্তা।
দীর্ঘদিনের হাজতবাস যখন সুদীপ্ত সেনকে মানসিক ভাবে খাদের কিনারায় ঠেলে দিয়েছে, তখন দেবযানী হাতের লেখা কিন্তু অন্য কথা বলছে।
গ্রাফোলজিস্টদের মতে, তাঁর সই বলছে এখনও নিজেকে লুকোতে চাইছেন দেবযানী।
দিশাহীন হয়ে পড়েননি। পদক্ষেপ নিচ্ছেন ভেবে চিন্তে।
মাঝে মাঝে মেজাজ হারালেও চাপে বিধ্বস্ত নন।
ভুল করলেও তার স্বপক্ষে যুক্তি খুঁজছেন।
নিজেকে বাঁচানোর চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছেন।
দীর্ঘদিন জেলে থাকলেও দুজনের এখনকার মানসিকতা যে ভিন্ন, অন্তত তেমনটাই অনুমান গ্রাফোলজিস্টদের।