শেক্সপিয়র সরণির দু নম্বর উড স্ট্রিটে বৃদ্ধের রহস্যমৃত্যু
![শেক্সপিয়র সরণির দু নম্বর উড স্ট্রিটে বৃদ্ধের রহস্যমৃত্যু শেক্সপিয়র সরণির দু নম্বর উড স্ট্রিটে বৃদ্ধের রহস্যমৃত্যু](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/07/15/89239-suicide15-7-17.jpg)
ওয়েব ডেস্ক: শেক্সপিয়র সরণির দু নম্বর উড স্ট্রিটে বৃদ্ধের রহস্যমৃত্যু। মাত্র এক সপ্তাহ আগেই চন্দ্র প্রকাশ কালরার স্ত্রীর মৃত্যু হয়। কিছুতেই তা মানতে পারছিলেন না বিরাশি বছরের এই বৃদ্ধ। অভিযোগ, গতরাতে সাত তলার ফ্ল্যাট থেকে ঝাঁপ দেন তিনি। মিলেছে সুইসাইড নোট। তাতে লেখা, স্ত্রীর চলে যাওয়ার যন্ত্রণা তিনি আর সহ্য করতে পারছিলেন না। তাই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত।
আরও পড়ুন হরিদেবপুরের জোকা নবপল্লীতে পরপর দুটি বাড়িতে চুরি
ঘটনার সময় ফ্ল্যাটেই ছিলেন পরিবারের সদস্যরাও। তবে তাঁদের দাবি, চন্দ্র প্রকাশবাবুর সঙ্গে সেসময় কেউ ছিল না। একা থাকার সুযোগ নিয়েই এই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। বাড়ির লোকজনের বক্তব্য, স্ত্রীর মৃত্যুর পর থেকেই চরম হতাশায় ডুবে যান চন্দ্র প্রকাশ কালরা। প্রাথমিক তদন্তে পুলিসেরও অনুমান, এটি আত্মহত্যারই ঘটনা।
আরও পড়ুন নারদকাণ্ডে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে জেরা CBI-এর