Paresh Rawal: সাকেতের পাল্টা? এবার মাছ-ভাত ইস্যুতে পরেশ রাওয়ালের খোঁজে কলকাতা পুলিস!

গুররাতে  মোরবি শহরে সেতু বিপর্যয় নিয়ে টুইটে জের? জয়পুর থেকে তৃৃণমূলনেতা সাকেত গোখলেকে গ্রেফতার করেছে গুজরাত পুলিস। ধৃতকে ২ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে আাদালত।

Updated By: Dec 6, 2022, 08:03 PM IST
Paresh Rawal:  সাকেতের পাল্টা? এবার মাছ-ভাত ইস্যুতে পরেশ রাওয়ালের খোঁজে কলকাতা পুলিস!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গুজরাতে ২ দিনের পুলিসি হেফাজতে তৃণমূল নেতা সাকেত গোখলে। কলকাতায় অভিনেতা পরেশ রাওয়ালের বিরুদ্ধে এবার সমন জারি করল পুলিস। ১২ ডিসেম্বর তালতলা থানায় হাজিরা দিতে বলা হল অভিনেতাকে।

ঘটনাটি ঠিক কী? গুজরাতে বিধানসভায় বিজেপির হয়ে প্রচার করতে গিয়ে বিপাকে অভিনেতা পরেশ রাওয়াল। এক জনসভায় তিনি বলেন, ‘গ্যাস সিলিন্ডারের দাম বাড়লে তা আবারও সস্তা হয়ে যাবে। যদি মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়, তা কমে যাবে। মানুষ চাকরিও পাবেন। মুদ্রাস্ফীতির সমস্যা গুজরাটের মানুষ সহ্য করতে পারে। কিন্তু যদি দিল্লির মতো রোহিঙ্গা ও বাংলাদেশিরা আপনার বাড়ির পাশে থাকতে শুরু করে, তাহলে গ্যাস সিলিন্ডার দিয়ে কী হবে? বাঙালিদের জন্য মাছ রান্না করবেন'? প্রবল সমালোচনার মুখে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি।

 

এদিকে পরেশ রাওয়ালের মন্তব্যকে হাতিয়ার আসরে নেমেছেন তৃণমূল। দলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের টুইট, 'এই নিয়ে কী বলবেন শুভেন্দু, দিলীপ, সুকান্ত'? যত শীঘ্রই সম্ভব অবস্থান স্পষ্ট করুন'। শুধু তাই নয়, কলকাতায় পরেশ রাওয়ালের বিরুদ্ধে তালতলা থানায় অভিযোগ দায়ের করেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বস্তুত, গুজরাতে যেদিন গ্রেফতার করা হল তৃণমূল নেতা সাকেত গোখলে, সেদিন কুরুচিকর মন্তব্যের অভিযোগে অভিনেতা পরেশ রাওয়ালের বিরুদ্ধে সমন জারি করল পুলিস।

আরও পড়ুন: জেলে অভিযুক্ত, বেঁচে ফিরল ৭ বছর আগে 'খুন' নাবালিকা! যোগী রাজ্যে তীব্র চাঞ্চল্য

আরআইটি কর্মী থেকে এখন পুরোদস্তুর রাজনীতিবিদ। তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে। রাজস্থানের জয়পুর থেকে তাঁকে গ্রেফতার করেছে গুজরাত পুলিস। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েনের দাবি, 'মোরবি ব্রিজ বিপর্যয় নিয়ে সাকেতের টুইট হাতিয়ার করে ভুয়ো মামলা সাজিয়েছে আহমেদাবাদ পুলিসের সাইবার সেল। রাজনৈতি প্রতিহিংসায় অন্যমাত্রা যোগ করছে বিজেপি'।

 

 

 

ব্যবধান মাত্র ৪ দিনের। উদ্বোধনের পরেই ভেঙে পড়ে গুজরাতে মোরবি শহরের ঝুলন্ত সেতু! দুর্ঘটনায় প্রাণ হারান একশো তিরিশ জনের বেশি মানুষ। কবে? ৩০ অক্টোবর। মোদীর রাজ্যে সেতু বিপর্যয়ে শোরগোল পড়ে গিয়েছিল দেশে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.