Suvendu Adhikari: "সংবিধানের বাইরে একটি শব্দও বলেননি রাজ্যপাল", মন্তব্য শুভেন্দুর
এদিন রাজ্যপালের মন্তব্যকের সমর্থনেই কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার রাজ্য বিধানসভায় বি আর অম্বেডকরকে ( B. R. Ambedkar ) শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে শ্রদ্ধা জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়(Jagdeep Dhankhar)। সেখানেই রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। রাজ্যপাল বলেন, ''আইনের শাসন নয়, শাসকের আইন চলছে। বাংলায় বিপন্ন গণতন্ত্র, ভয়ের স্বর্গরাজ্য। ভোটারদের স্বাধীনতা নেই। ভোট পরবর্তী অশান্তিই তার প্রমাণ।'' এদিন রাজ্যপালের মন্তব্যকেই সমর্থন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
বিধানসভা চত্বরে দাঁড়িয়ে তোপ দাগেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়ে ধনখড় বলেন, ''সংবিধান নিয়ে ধারণা নেই। রাজ্যপালের কাছে দায়বন্ধ মুখ্যমন্ত্রী।'' স্পিকারকেও নিশানা করেন রাজ্যপাল। অধ্যক্ষের ভূমিকায় স্তম্ভিত তিনি। বলেন, ''নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবছেন। হাওড়া বিল নিয়ে ভুল তথ্য দিয়েছেন। আমার কাছে কোনও ফাইল আটকে নেই।''
আরও পড়ুন, Michael Madhusudan Dutt: বাংলাকাব্যের ভগীরথ 'দত্তকুলোদ্ভব কবি শ্রীমধুসূদন'!
অতিমারির সময়ে দু’হাজার কোটির দুর্নীতির অভিযোগ করেন রাজ্যপালের। তাঁর অভিযোগ, মা ক্যান্টিন সহ নানা প্রকল্পের তথ্য চেয়েও মেলেনি। সংবিধান ভুলেছেন অফিসাররা। সম্মতি ছাড়াই উপাচার্য নিয়োগ হয়েছে। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপালের পক্ষে শুভেন্দুর মন্তব্য, ''গণতন্দ্র পশ্চিমবঙ্গে কোথায় আছে, সংবিধান কোথায় পালন করা হয়েছে এসব বিষয়ে রাজ্যাপাল দৃষ্টিপাত করেছেন। উনি সাংবিধানিক প্রঘান কী বলবেন তা আমি বলতে পারি না। তবে আমি যা শুনেছি তাতে মনে হয়েছে উনি একটি শব্দও সংবিধান বিরোধী বলেননি। সংসদীয় ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ুক এমন কিছু তিনি বলেননি।''
বিরোধী দলনেতা আরও বলেন, ''তাঁর আইন সম্পর্কিত জ্ঞান নিয়ে আমার মনে রাজ্যের কেন দেশের কেউ প্রশ্ন তুলতে পারবে না। উনি সুপ্রিম কোর্টের প্রবীন আইনজীবী। তাঁর অতীত অভিজ্ঞতা থেকে উনি জানেন কী করবেন আর কী করবেন না। রাজ্যপালকে কেউ নিয়ন্ত্রণ করতে পারেন না।''