Suvendu On Mamata: মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর, 'কোর্টে গেলেই ফোন রেকর্ড দেব'

ল্যান্ডলাইন থেকেই শাহকে ফোন! প্রমাণের জন্য মমতাকে 'তারিখ' দিয়েছিলেন শুভেন্দু।  

Updated By: Apr 20, 2023, 05:30 PM IST
Suvendu On Mamata: মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর, 'কোর্টে গেলেই ফোন রেকর্ড দেব'

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: অপেক্ষাই সার। পারলেন না এবারও! 'আপনার কল রেকর্ডস প্রকাশ্যে আনা যায় না। আদালতে মামলা করুন'। অমিত শাহকে ফোন বিতর্কে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করলেন শুভেন্দু অধিকারী। বললেন, 'আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমার চ্যালেঞ্জও গ্রহণ করুন'।

তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের তকমা চলে যাওয়ার পর কমপক্ষে ৪ বার ফোন করেছিলেন অমিত শাহকে! মমতার দাবি,  প্রকাশ্য সভা থেকে তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। কেন? নবান্নে সাংবাদিক করে মুখ্যমন্ত্রী বলেন, 'যদি প্রমাণ হয় যে আমি অমিত শাহকে ফোন করেছি, তাহলে পদত্যাগ করব'।

আরও পড়ুন: Police Patrol | Eid-ul-Fitr: রামনবমীতে অশান্তির জের, ইদে কড়া নিরাপত্তার চাদরে কলকাতা

চুপ করে থাকেননি শুভেন্দুও। মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে পরেই বিরোধী দলনেতা ট্যুইট করেন, 'এই ভয়টা আমার ভালো লাগছে! আপনি ল্য়ান্ডলাইন থেকে দিল্লিতে ফোন করেছিলেন, সেটা আমি সঠিক সময় ফাঁস করে দেব। আমার জবাবের জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করুন'।

 

 

এদিন শুভেন্দু বলেন, 'মুখ্যমন্ত্রীর মতো অমিত শাহজী সরকার দফতরে বসে বা সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য রাখেননি। ওনার বক্তব্য় বিকৃত করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিক অধিকার নেই বলার'। তাঁর আরও বক্তব্য, 'রাম নবমীর পরের দিনে একটি চ্যানেলে আপনার ফোন-ইন ও ৪ এপ্রিল দিঘাতে আপনার উসকানিমূলক ভাষণ নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যবস্থা নিয়েছি'।

আরও পড়ুন: Madhyamik Syllabus: নবম-দশম শ্রেণির সিলেবাস বদলের পথে রাজ্য....

আর অমিত শাহকে মমতার ফোন? রাজ্যের বিরোধী দলনেতা বলেন, 'আপনি হাই সিকিউরিটিতে থাকেন। আপনার কল ডিটেলস প্রকাশ করা যায় না। একমাত্র আদালতের হস্তক্ষেপ ছাড়া জনসমক্ষে আনা যায় না'। মুখ্য়মন্ত্রীকে শুভেন্দুর চ্যালেঞ্জ, 'আপনি মামলা করুন। মামলা করলে, আমি ভারত সরকারের ট্রাইকে পার্টি করব। এবং ৪ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত আপনার দুটি ল্যান্ডফোনের কল রেকর্ড আদালতে সামনে তারা দিতে বাধ্য হবে। দুধ আর জল আলাদা হবে যাবে'।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.