বিরল অস্ত্রোপচার, কিশোরীর পেট থেকে বেরিয়ে এল প্রায় ১ কেজি ওজনের চুল

গত ৩ বছরে ধরে চুল খেত ওই কিশোরী। চিকিত্সার পরিভাষায় এই প্রবণতাকে বলা হয় রেপুনজেল সিনড্রোম

Updated By: Sep 29, 2019, 11:00 AM IST
বিরল অস্ত্রোপচার, কিশোরীর পেট থেকে বেরিয়ে এল প্রায় ১ কেজি ওজনের চুল

নিজস্ব প্রতিবেদন: কলকাতা মেডিক্যাল কলেজে বিরল অস্ত্রপচার। কিশোরীর পেট থেকে বিশাল চুলের গোল্লা বের করলেন চিকিত্সকরা। ওজন প্রায় ১ কেজি।

আরও পড়ুন-২০২১ সালে কঠিন লড়াই, জাগো বাংলার প্রবন্ধে স্বীকার করে নিলে তৃণমূলের জাতীয় সভাপতি

ওই সফল অস্ত্রপচারটি করেন ডাক্তার সুমন সাহার নেতৃত্বে ৬ চিকিত্সকের এক মেডিক্যাল বোর্ড। পৃথিবীতে এই ধরনের অস্ত্রোপচার ৪৩তম বলে দাবি করছেন চিকিত্সকরা।

চুল খেয়ে ফেলার অভ্যেস ছিল পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার তৈরালার এক ১৪ বছরের কিশোরীর। পেটে যন্ত্রণা ও অন্যান্য সমস্যা নিয়ে তাকে ভর্তি করা হয় মেডিক্যাল কলেজে। বিভিন্ন পরীক্ষার পরও বিশাল চুলের গোল্লার হদিশ পান চিকিত্সকরা। তার পরেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিত্সকরা।

আরও পড়ুন-সব রাজনৈতিক দল টাকা নেয়, নারদকাণ্ডে টাকা নেওয়ার কথা কার্যত স্বীকার কাকলির

কীভাবে হল এই রোগ? জানা যাচ্ছে, গত ৩ বছরে ধরে চুল খেত ওই কিশোরী। চিকিত্সার পরিভাষায় এই প্রবণতাকে বলা হয় রেপুনজেল সিনড্রোম। রোগের নাম ট্রিচোবেজোর। সেই চুলই জমা হচ্ছিল পেটে। শেষপর্যন্ত অস্ত্রোপচার করে বের করা হয় ওই চুল।

.