চলছে দুর্গাপুজোর থিম সেল, হইহই বাজারে ক্রেতা ভিন রাজ্য থেকেও
দুর্গাপুজো শেষ। তবে থিমের লড়াই এখনই শেষ হচ্ছে না। কারণ থিমযুদ্ধ এখন আর শুধু দুর্গাপুজোতেই সীমাবদ্ধ নেই। কালীপুজো, জগদ্ধাত্রী পুজো, এমনকি ভিন রাজ্যের নানা উত্সবেও বিক্রি হয়ে যাচ্ছে দুর্গাপুজোর থিম। কালী এবং জগদ্ধাত্রী পুজোয় এবার জেলার বিভিন্ন প্রান্তে দেখা যাবে কলকাতার বেশ কয়েকটি বিগ বাজেট পুজোর রেপলিকা।
নাকতলা উদয়ন সংঘ, ত্রিধারা সম্মিলনী এবং বোসপুকুর শীতলা মন্দির। এইসব বিগ বাজেট পুজোর থিম এবার পাড়ি দিচ্ছে অন্য জেলা, এমনকী রাজ্যেও। কালী এবং জগদ্ধাত্রী পুজোয় বিকিয়ে যাচ্ছে দুর্গাপুজোর থিম।
ত্রিধারার মতই নাকতলা উদয়ন সংঘের থিমও ধার করছে চন্দননগর। বোসপুকুর শীতলা মন্দিরের পুজোর থিম বিক্রি হয়েছে তমলুকের একটি কালীপুজোয়। কানপুর থেকেও যোগাযোগ করা হয়েছে তাঁদের সঙ্গে। কলকাতার থিমের পুজো দেখা হয়নি বলে জেলায় আক্ষেপ রয়েছে অনেকেরই। এবার দুধের স্বাদ ঘোলে মেটার আশায় উচ্ছ্বসিত তাঁরা।