পর্নসাইটে এভাবেই ছড়িয়ে পড়তে পারে আপনার ব্যক্তিগত ছবি, ভিডিও
ফোনে কিছু ব্যক্তিগত ছবি বা ভিডিও। আর সামান্য ভুলে মুহূর্তের অসতর্কতা। পরিণাম কী ভয়ঙ্কর হতে পারে তার ছোট্ট একটা উদাহরণ। শহর কলকাতার বাসিন্দা। প্রাইভেট টিউশন করেন। স্মার্টফোন ব্যবহারে অসতর্কতার মাসুল দিয়ে জীবন জেরবার। শুরুটা কী ভাবে হল? প্রথমে একবার শুনে নিই।
![পর্নসাইটে এভাবেই ছড়িয়ে পড়তে পারে আপনার ব্যক্তিগত ছবি, ভিডিও পর্নসাইটে এভাবেই ছড়িয়ে পড়তে পারে আপনার ব্যক্তিগত ছবি, ভিডিও](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/10/27/69068-pornsitepersonalpicture.jpg)
ওয়েব ডেস্ক : ফোনে কিছু ব্যক্তিগত ছবি বা ভিডিও। আর সামান্য ভুলে মুহূর্তের অসতর্কতা। পরিণাম কী ভয়ঙ্কর হতে পারে তার ছোট্ট একটা উদাহরণ। শহর কলকাতার বাসিন্দা। প্রাইভেট টিউশন করেন। স্মার্টফোন ব্যবহারে অসতর্কতার মাসুল দিয়ে জীবন জেরবার। শুরুটা কী ভাবে হল? প্রথমে একবার শুনে নিই।
মোবাইল সারাতে দিয়ে বিপত্তি। বন্ধুদের মুখে প্রথম শুনতে পান হোয়াটসঅ্যাপে ঘুরছে নিজের ব্যক্তিগত মুহূর্তের ছবি। সেই ধাক্কা সামলানোর আগেই ঘটে যায় আরও বড় বিপদ। পর্ন সাইটে আপলোড হয়ে গিয়েছে ভিডিও। ভুলের মাসুল যে এ ভাবে দিতে হবে তা বুঝতে পারেননি এই তরুণী।
গোড়ায় দিশেহারা হয়ে গেলেও নিজেকে সামলে নিয়ে যান পুলিসের কাছে। সাইবার ক্রাইম সেল তদন্ত শুরু করেছে। বিপদ ঘটে যাওয়ার আগে আপনারও কিন্তু সতর্ক হওয়ার সময় এসে গেছে।