হিডকোর জমিতে বেআইনি নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, গ্রেফতার ৩
হিডকোর জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ। এই অভিযোগ ওঠে এলাকার কিছু মানুষের বিরুদ্ধে। খবর পেয়ে হিডকোর আধিকারিকরা ঘটনাস্থলে যান। বেআইনি নির্মাণ বন্ধ করতে গেলে তাদের ওপর চড়াও হয় নির্মাণকারী সংস্থার কর্মীরা।
![হিডকোর জমিতে বেআইনি নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, গ্রেফতার ৩ হিডকোর জমিতে বেআইনি নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, গ্রেফতার ৩](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/12/18/73383-hidcoarresttussel.jpg)
ওয়েব ডেস্ক : হিডকোর জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ। এই অভিযোগ ওঠে এলাকার কিছু মানুষের বিরুদ্ধে। খবর পেয়ে হিডকোর আধিকারিকরা ঘটনাস্থলে যান। বেআইনি নির্মাণ বন্ধ করতে গেলে তাদের ওপর চড়াও হয় নির্মাণকারী সংস্থার কর্মীরা।
আরও পড়ুন- CCTV-র ফুটেজ দেখে ধরা পড়ল চোর
অভিযোগ, তাঁরা সেখানে যাওয়া মাত্রই বেআইনী নির্মান নিয়ে শুরু হয় বচসা। তারপরই মারধর শুরু করা হয় হিডকোর আধিকারিকদের। এই ঘটনার পরই নিউটাউন থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের মধ্যে একজনের নাম রমেশ চন্দ্র দে। ধৃত ৩ জনকে আজ বারাসত আদালতে তোলা হবে।