অনড় বাস মালিকরা, বুধবার থেকে শহরে টানা তিনদিনের বাস ধর্মঘট
বুধবার থেকে বাস-মিনিবাস ধর্মঘট হচ্ছেই। বৈঠকের পর জানিয়ে দিল বাস -মালিক সংগঠনগুলি। ভাড়া বাড়ানোর দাবিতে আগেই কুড়ি তারিখ থেকে তিনদিন বাস-মিনিবাস ধর্মঘটের ডাক দিয়েছিল সংগঠনগুলি। কিন্তু, গতকাল মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে ধর্মঘটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছিলেন মুকুল রায়।
![অনড় বাস মালিকরা, বুধবার থেকে শহরে টানা তিনদিনের বাস ধর্মঘট অনড় বাস মালিকরা, বুধবার থেকে শহরে টানা তিনদিনের বাস ধর্মঘট](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/08/18/28169-bus.jpg)
কলকাতা:বুধবার থেকে বাস-মিনিবাস ধর্মঘট হচ্ছেই। বৈঠকের পর জানিয়ে দিল বাস -মালিক সংগঠনগুলি। ভাড়া বাড়ানোর দাবিতে আগেই কুড়ি তারিখ থেকে তিনদিন বাস-মিনিবাস ধর্মঘটের ডাক দিয়েছিল সংগঠনগুলি। কিন্তু, গতকাল মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে ধর্মঘটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছিলেন মুকুল রায়।
এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ ফের বৈঠকে বসে ছটি মালিক সংগঠন। কিন্তু, শেষপর্যন্ত ভাড়া বাড়ানো নিয়ে সদর্থক কোনও প্রতিশ্রুতি না মেলায় ধর্মঘটের সিদ্ধান্তেই অনড় রইল বাস-মিনিবাস সংগঠনগুলি। এই ধর্মঘটে ট্যাক্সি ও অটোকেও সামিল করার কথা ভাবা হচ্ছে। সেক্ষেত্রে বলা যেতে পারে ওই তিনদিন কার্যত অচল হতে চলেছে মহানগরী।