বসিরহাটে পরপর তিনটি বাড়িতে লুট, আহত ৩
বসিরহাটে পর পর তিনটি বাড়িতে লুঠপাট চালিয়ে চম্পট দিল ডাকাতদল। ঘটনায় গুরুতর ভাবে জখম হয়েছেন তিনজন। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল দেখা দিয়েছে এলাকায়। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই লুটপাটের ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
![বসিরহাটে পরপর তিনটি বাড়িতে লুট, আহত ৩ বসিরহাটে পরপর তিনটি বাড়িতে লুট, আহত ৩](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/09/04/65055-lootbasirhat.jpg)
ওয়েব ডেস্ক : বসিরহাটে পর পর তিনটি বাড়িতে লুঠপাট চালিয়ে চম্পট দিল ডাকাতদল। ঘটনায় গুরুতর ভাবে জখম হয়েছেন তিনজন। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল দেখা দিয়েছে এলাকায়। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই লুটপাটের ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
আরও প়ডুন- বঙ্গপোসাগরে গভীর নিম্নচাপ, আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে চলবে দুর্যোগ
জানা গেথে, গতকাল রাতে অতর্কিতে ওই বাড়িগুলিতে হামলা একদল দুষ্কতী। প্রথন বাড়িতে ঢুকে তিন ভাইকে কুপিয়ে নগদটাকা, সোনা দানা নিয়ে চম্পট দেয় তারা। গুরুতর জখম অবস্থায় আহতদের বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর সংগ্রামপুর এলাকার আরও দুটি বাড়তিও লুঠপাট চালায় দুষ্কৃতীরা। বসিরহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে।