বিজেপির ‘সিক্রেট জেনারেল’! Tushar Mehta-কে টুইটে তোপ Abhishek-এর

শুভেন্দুর সঙ্গে বৈঠকের অভিযোগ তুলে সলিসিটর জেনারেলকে তোপ। 

Updated By: Jul 5, 2021, 12:51 PM IST
বিজেপির ‘সিক্রেট জেনারেল’! Tushar Mehta-কে টুইটে তোপ Abhishek-এর

নিজস্ব প্রতিবেদন: তুষার মেহতার সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাক্ষাতের অভিযোগ তুলে ফের সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সলিসিটর জেনারেলের বাড়ির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবিতে টুইটারে আবারও সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

তুষার মেহতাকে আক্রমণ শানিয়ে টুইটারে অভিষেক লেখেন, ‘নিজের বক্তব্যের সমর্থনে, ৭২ ঘণ্টা পরেও বাড়ির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনতে পারলেন না ভারতের মাননীয় সলিসিটর জেনারেল তুষার মেহতা। এমন নড়বড়ে ডিফেন্স নিয়ে বিজেপির সিক্রেট জেনারেল হিসেবে আপনি কাজ করতে পারবেন, তবে ভারতের সলিসিটর জেনারেল হিসেবে কাজ করতে পারবেন না।’ তবে এই প্রথম নয়, এর আগেও সলিসিটির জেনারেলে সঙ্গে শুভেন্দুর বৈঠক নিয়ে তোপ দেগেছিলেন অভিষেক। তুষার মেহতার বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে আনার দাবি জানান তিনি।

আরও পড়ুন: ভুয়ো টিকাকাণ্ডে সুর চড়াতে পথে BJP, পাল্টা ‘গান্ধীগিরি’র কৌশল কলকাতা পুলিসের

আরও পড়ুন: Petrol Diesel Price: সেঞ্চুরি থেকে মাত্র ১২ পয়সা দূরে পেট্রোল, অপরিবর্তিত ডিজেলের দাম

একই ইস্যুতে আজ রাষ্ট্রপতিরও দ্বারস্থ হয়েছে তৃণমূল। তাঁদের অভিযোগ, সারদা ও নারদে অভিযুক্ত শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন, এই দুই মামলায় সিবিআই-এর আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা। তাই সলিসিটর জেনারেলের অপসারণের দাবি জানিয়েছে রাজ্যের শাসকদল।  

.