সারদাকাণ্ডে দলনেত্রীর নামে ব্যক্তিগত কুত্সা করছে সিপিআইএম, অভিযোগে থানায় এফআইআর দায়ের তৃণমূলের
সারদাকাণ্ড নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ দলের শীর্ষ নেতাদের নামে ব্যক্তিগত কুতসা করছে সিপিআইএম। এই অভিযোগে শ্যামপুকুর থানায় এফআইআর দায়ের করল তৃণমূল। সিপিআইএমের কলকাতা জেলা সম্পাদক রঘুনাথ কুশারীর নামে অভিযোগ জানিয়েছে তৃণমূল যুব কংগ্রেস।
সারদাকাণ্ড নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ দলের শীর্ষ নেতাদের নামে ব্যক্তিগত কুতসা করছে সিপিআইএম। এই অভিযোগে শ্যামপুকুর থানায় এফআইআর দায়ের করল তৃণমূল। সিপিআইএমের কলকাতা জেলা সম্পাদক রঘুনাথ কুশারীর নামে অভিযোগ জানিয়েছে তৃণমূল যুব কংগ্রেস।
উত্তর কলকাতায় বেশ কয়েকটি জায়গায় সারদাকাণ্ড নিয়ে এই পোস্টার দিয়েছে কলকাতা জেলা সিপিআইএম। আর এতেই বেজায় চটেছে তৃণমূল। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তৃণমূল নেত্রী এবং দলের নেতাদের নামে ব্যক্তিগত কুতসা ছড়ানো হচ্ছে। এই অভিযোগে রবিবার শ্যামপুকুর থানায় এফআইআর করেছে তৃণমূল যুব কংগ্রেস।
তৃণমূল যুব কংগ্রেস সম্পাদক সৌরভ চক্রবর্তীর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়সহ দলের শীর্ষ নেতাদের নামে ব্যক্তিগত কুতসা করছে সিপিআইএম এটা নোংরা রাজনীতির নমুনা।
সিপিআইএম নেতা মানব মুখার্জির বক্তব্য, একটি খবরের কাগজকে উদ্ধৃত করেই এই পোস্টার ছাপানো হয়েছে। প্রয়োজনে সেইসব প্রমাণ আদালতে জমা দেবেন তাঁরা।
সম্প্রতি তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরেছেন সোমেন মিত্র। উত্তর কলকাতা কেন্দ্রে লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হতে পারেন বলেও খবর। ভোট ময়দানে ফায়দা তুলতেই বেছে বেছে উত্তর কলকাতার বিভিন্ন এলাকায় এই পোস্টার দিয়েছে সিপিআইএম। এমনটাই মনে করছে তৃণমূল নেতৃত্ব।