জল্পনার প্রায় ইতি, লোকসভা নির্বাচনে একলা চলো নীতিতেই হাঁটার পথে তৃণমূল
জল্পনার অনেকটাই ইতি টেনে তৃণমূল কংগ্রেস জানিয়ে দিল একক শক্তিতেই লোকসভা নির্বাচনে লড়াই করবে তারা। তাই কংগ্রেসের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের আক্রমণের নিশানায় এবার বিজেপিও। জোট ছাড়ার পর থেকেই সুযোগ পেলেই কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূল নেতারা। বুধবারও ঠিক ততটাই আক্রমণাত্মক ছিলেন মুকুল রায়।
জল্পনার অনেকটাই ইতি টেনে তৃণমূল কংগ্রেস জানিয়ে দিল একক শক্তিতেই লোকসভা নির্বাচনে লড়াই করবে তারা। তাই কংগ্রেসের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের আক্রমণের নিশানায় এবার বিজেপিও। জোট ছাড়ার পর থেকেই সুযোগ পেলেই কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূল নেতারা। বুধবারও ঠিক ততটাই আক্রমণাত্মক ছিলেন মুকুল রায়।
তবে এবার তার সঙ্গে বাড়তি সংযোজন বিজেপিকেও আক্রমণ।
দলের এই অবস্থানের কথা দিল্লিতে গিয়ে অনেকটাই স্পষ্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দু দলকেই আক্রমণ শুরু করল তৃণমূল কংগ্রেস। তাহলে কি একক শক্তিতে লড়াই করার প্রস্তুতি শুরু করে দিল দল?
অর্থাত্ কংগ্রেস এবং বিজেপির থেকে দূরত্ব বজায় রেখে একলা চলো নীতিতেই হাঁটতে চলেছে তৃণমূল কংগ্রেস।