Jyotipriya Mallick: রেশন দুর্নীতি মামলায় জামিন জ্যোতিপ্রিয়র...
Ration Scam: এর আগে প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিন-মামলায় ইডির অভিযোগ ছিল,'জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতির গঙ্গাসাগর'। রেশন দুর্নীতি মামলায় বালুর যুক্ত থাকার সরাসরি কোনও প্রমাণ পায়নি আদালত।
অর্ণবাংশু নিয়োগী: শর্তসাপেক্ষে জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার ইডির বিশেষ আদালত ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রীর জেলমুক্তি হল। রেশন দুর্নীতি মামলায় অবশেষে জামিন তৃণমূল নেতা ও প্রাক্তন খাদ্যমন্ত্রীর। অভিযোগ তাঁর নির্দেশেই গোটা দুর্নীতি চক্র কাজ করেছে। তাঁর নির্দেশেই পুরো দুর্নীতির টাকা পাচার হয়েছে। জ্যেতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের শুনানিতে আগে অবশ্য ইডির তরফে দাবি করা হয় যে, 'জ্যোতিপ্রিয় মল্লিকই রেশন বন্টনে দুর্নীতির ‘কিংপিন।'
প্রসঙ্গত, ২০২৩-এর ২৭ অক্টোবর রেশন দুর্নীতি কাণ্ডে সল্টলেকের বাড়ি থেকে বালুকে গ্রেফতার করেছিল ইডি। তারপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসাবে রেখে দিয়েছিলেন। কিন্তু ‘প্রভাবশালী’ তকমা সরাতে মল্লিক পরিবারের অনুরোধেই তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়। গ্রেফতার হওয়ার পর অসুস্থ হয়ে পড়ায় ভর্তি হয়েছিলেন এসএসকেএম হাসপাতালে।
রেশন দুর্নীতি মামলায় আগেই জামিন পেয়েছেন চালকল ব্যবসায়ী বাকিবুর রহমান, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্য ও ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। ইডির দাবি ছিল, ওই সময়ে তারা একটি চিরকুট উদ্ধার করেছিল। তবে জামিন মিলছিল না বালুর। অভিযোগ, মেয়েকে হাসপাতালে বসে চিঠি লিখেছিলেন জ্যোতিপ্রিয়। ইডি সূত্রে খবর, তাতে টাকার লেনদেন সংক্রান্ত বেশ কিছু তথ্য লেখা ছিল।
আরও পড়ুন, Kolkata | SSKM: বেড মিলল না ৬ হাসপাতালে! এসএসকেএম-এ ট্রলির উপরই চিকিৎসা দুর্ঘটনাগ্রস্তের...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)