বিজেডি-বিজেপির লড়াইয়ের মাঝে ওডিশায় তৃণমূলের সংগঠন বিস্তারে ডেরেক
ওডিশায় লোকসভার আসন ২১টি। এবং রাজ্যসভার আসন সংখ্যা ১০।
![বিজেডি-বিজেপির লড়াইয়ের মাঝে ওডিশায় তৃণমূলের সংগঠন বিস্তারে ডেরেক বিজেডি-বিজেপির লড়াইয়ের মাঝে ওডিশায় তৃণমূলের সংগঠন বিস্তারে ডেরেক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/01/26/171969-modi-mma.jpg)
কমলিকা সেনগুপ্ত
আসন্ন লোকসভা নির্বাচনে অসম, ঝাড়খণ্ড, ওডিশা ও ত্রিপুরায় প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই দলনেত্রীর বার্তা নিয়ে রবিবার ওডিশায় যাচ্ছেন ডেরেক ও'ব্রায়েন।
রবিবার কটকে ১৫০ বছরের পুরনো র্যাভেনশ কলেজের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা তথা জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন। পরে সাড়ে তিনটে নাগাদ ভুবনেশ্বরে দলীয় কার্যালয়ে যাবেন। সেখানে তাঁর সাংবাদিক বৈঠক করার কথা। তাঁর সঙ্গে থাকবেন ওডিশার সহ-আহ্বায়ক শুভ্রাংশু শেখর পান্ধি। প্রসঙ্গত, ওডিশায় প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী। লোকসভা ভোটের আগে ডেরেকের এই সফর সেই লক্ষ্যেই বলে খবর তৃণমূল সূত্রে। প্রসঙ্গত, গতমাসে অসমের পঞ্চায়েত ভোটে প্রার্থী দিয়েছিল তৃণমূল। তবে অভিষেকে তেমন ভাল ফল করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়।
ওডিশায় লোকসভার আসন ২১টি। এবং রাজ্যসভার আসন সংখ্যা ১০। ওই রাজ্যে এবার ক্ষমতাসীন বিজেডি ও বিজেপি ধুন্ধুমার লড়াইয়ের ইঙ্গিত মিলছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরীতে প্রার্থী হতে পারেন বলেও জল্পনা। কেন্দ্রীয় পেট্রোলিয়মমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে ওডিশার ক্ষমতা দখলের স্বপ্ন দেখছেন মোদী-শাহ। সে রাজ্যে নবীন পট্টনায়েকের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া, একইসঙ্গে হিন্দুত্বের রাজনীতির উত্থানের সৌজন্যে পদ্মচাষের জমি তৈরি হয়েছে। এই জমিতেই এবার পদ্ম ফোটানোর মতলব এঁটেছে গেরুয়া শিবির। কিন্তু বিজেপিকে জমি ছাড়তে নারাজ নবীন পট্টনায়েকও। নবীন-নরেন্দ্রর লড়াইয়ের মাঝে এবার বিকল্প হিসেবে অবতীর্ণ হতে চলেছে তৃণমূল। বলে রাখি, ওডিশায় কংগ্রেসের ক্রমশ দুর্বল শক্তিতে পরিণত হয়েছে। এহেন প্রেক্ষাপটে ওডিশায় তৃণমূলের সম্ভাবনা রয়েছে বলে মনে করছে ঘাসফুল শিবির।
আরও পড়ুন- প্রজাতন্ত্র দিবসে প্রথমবার সম্পূর্ণ মহিলা বাহিনীর নেতৃত্ব দিলেন বাস চালকের মেয়ে