মন খারাপ করে আজও চলছে বিসর্জন
বাঙালির প্রাণের উত্সব শেষ হয়েছে গতকাল। কত নিষ্ঠায় গড়া মৃণ্ময়ী প্রতিমার বিসর্জনও শুরু হয়েছে গতকাল থেকে। আজও বিসর্জন চলছে ঘাটে ঘাটে। খারাপ মন নিয়ে মাকে বিদায় জানাতে ঘাটে ঘাটে ভিড় দর্শণার্খীদের। যে ঢাকের তালে আগমনীর আগমন বার্তা জেনেছিল বঙ্গ। সেই ঢাকে এখন বিদায়ের বোল। সান্তনা, আসছে বছর আবার হবে।
বাঙালির প্রাণের উত্সব শেষ হয়েছে গতকাল। কত নিষ্ঠায় গড়া মৃণ্ময়ী প্রতিমার বিসর্জনও শুরু হয়েছে গতকাল থেকে। আজও বিসর্জন চলছে ঘাটে ঘাটে। খারাপ মন নিয়ে মাকে বিদায় জানাতে ঘাটে ঘাটে ভিড় দর্শণার্খীদের। যে ঢাকের তালে আগমনীর আগমন বার্তা জেনেছিল বঙ্গ। সেই ঢাকে এখন বিদায়ের বোল। সান্তনা, আসছে বছর আবার হবে।
দুপুর থেকেই বিসর্জন শুরু হয় বাবুঘাটে। কড়া নিরাপত্তায়। পুলিসি ব্যবস্থার সঙ্গে , তত্পর কলকাতা পুরসভাও। ঘাটে ঘাটে মোতায়েন রয়েছে পুরসভার কর্মীরা। গঙ্গায় প্রতিমা ভাসানের সঙ্গে সঙ্গে কাঠামো তুলে নেওয়ার জন্য ক্রেনের ব্যবস্থা রয়েছে। প্রতিমার সঙ্গে ফুল-বেলপাতা নদীতে ফেলা যাচ্ছে না। ফেলতে হচ্ছে অন্য জায়গায়। মেয়র পারিষদ উদ্যান জানিয়েছেন, এর পর বিসর্জন ফের রবিবার। বিসর্জন গঙ্গার ঘাটে ঘাটে। হাত জোড় করে সব ঘাটেই প্রার্থনা, আবাব এসো মা।