কলকাতার আকাশে মুখোমুখি সংঘর্ষ থেকে বাঁচল দুটি বিমান
Updated By: Aug 11, 2014, 07:47 PM IST
![কলকাতার আকাশে মুখোমুখি সংঘর্ষ থেকে বাঁচল দুটি বিমান কলকাতার আকাশে মুখোমুখি সংঘর্ষ থেকে বাঁচল দুটি বিমান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/08/11/27913-netaji.jpg)
কলকাতা: অল্পের জন্য কলকাতার আকাশে দুর্ঘটনা এড়াল দুটি বিমান। আজ সকালে কলকাতার আকাশে কাছাকাছি চলে আসে একটি বাংলাদেশি ও একটি সৌদি বিমান। প্রাথমিক ভাবে পাওয়া তথ্যে জানা যাচ্ছে, এটিসির একটি নির্দেশ ঠিকমত বুঝতে পারেননি নি সৌদি বিমানের পাইলট। নির্দেশ ভুল বোঝার জেরে সৌদি বিমানটি চলে আসে বাংলাদেশের বিমানের সামনে।
এরপরেই উপগ্রহ মারফত্ সতর্কবার্তা পৌছয় এটিসির কাছে। সঙ্গে সঙ্গে নতুন করে এটিসির বার্তা যায় সৌদি পাইলটের কাছে। এর জেরেই শেষ পর্যন্ত এডানো সম্ভব হয় বিপজ্জনক পরিস্থিতি। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া।