কাল শহীদ মিনারে VHP-র সভা, থাকবেন মোহন ভাগবত, প্রবীণ তোগাড়িয়া, অশোক সিংঘল
কাল বিশ্ব হিন্দু পরিষদের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে শহীদ মিনারে সভা। উপস্থিত থাকবেন তিন হেভিওয়েট। সভামঞ্চে থাকবেন মোহন ভাগবত , প্রবীণ তোগাড়িয়া ও অশোক সিংঘল। সভা ঘিরে ব্যবস্থা করা হয়েছে প্রচুর নিরাপত্তার।
![কাল শহীদ মিনারে VHP-র সভা, থাকবেন মোহন ভাগবত, প্রবীণ তোগাড়িয়া, অশোক সিংঘল কাল শহীদ মিনারে VHP-র সভা, থাকবেন মোহন ভাগবত, প্রবীণ তোগাড়িয়া, অশোক সিংঘল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/12/19/32723-vhp-rally.jpg)
কলকাতা: কাল বিশ্ব হিন্দু পরিষদের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে শহীদ মিনারে সভা। উপস্থিত থাকবেন তিন হেভিওয়েট। সভামঞ্চে থাকবেন মোহন ভাগবত , প্রবীণ তোগাড়িয়া ও অশোক সিংঘল। সভা ঘিরে ব্যবস্থা করা হয়েছে প্রচুর নিরাপত্তার।
শনিবার শহরে মেগা ইভেন্ট। বিশ্ব হিন্দু পরিষদের ডাকে বজরং দল ও আরএসএসের সভা শহীদ মিনারে। একমঞ্চে থাকবেন মোহন ভাগবত , অশোক সিঙ্ঘল ও প্রবীণ তোগাড়িয়া। সভাস্থলে ব্যবস্থা থাকছে একশো পঁচিশটি মাইকের। থাকছে চারটি এলইডি স্ক্রিন। ভিএইচপি নেতৃত্বের আশা, বহুদিন বাদে কলকাতায় এই সভায় মানুষের ভিড় উপচে পড়বে।
সভায় বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেবেন শতাধিক সাধুসন্ত। সুবর্ণ জয়ন্তী সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে সিপিআইএম, তৃণমূল কংগ্রেস সহ সব রাজনৈতিক দল, ধর্মীয় প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানকে।