বিপর্যয়ের পর এখনও বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে বিবেকানন্দ সেতুর একটা অংশ!

গতকালের বিপর্যয়ের পর এখনও বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে বিবেকানন্দ সেতুর একটা অংশ। সেই অংশটিই এবার ভেঙে ফেলবে মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু, ওই অঞ্চলে রয়েছে একাধিক পুরনো বাড়ি। উড়ালপুলের ঝুলে থাকা অংশ ভাঙতে গেলে ক্ষতিগ্রস্ত হতে পারে ওইসব বাড়ি। আর সেই কারণএই ওই বাড়িগুলিকে খালি করার কাজ শুরু হয়েছে।

Updated By: Apr 1, 2016, 03:07 PM IST
বিপর্যয়ের পর এখনও বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে বিবেকানন্দ সেতুর একটা অংশ!

ওয়েব ডেস্ক: গতকালের বিপর্যয়ের পর এখনও বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে বিবেকানন্দ সেতুর একটা অংশ। সেই অংশটিই এবার ভেঙে ফেলবে মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু, ওই অঞ্চলে রয়েছে একাধিক পুরনো বাড়ি। উড়ালপুলের ঝুলে থাকা অংশ ভাঙতে গেলে ক্ষতিগ্রস্ত হতে পারে ওইসব বাড়ি। আর সেই কারণএই ওই বাড়িগুলিকে খালি করার কাজ শুরু হয়েছে।

একইসঙ্গে বিশেষ পদ্ধতিতে ভেঙা হবে সেতুর ঝুলে থাকা অংশটি। মেট্রোর বিশালাকায় বিম এনে ঝুলে থাকা অংশের নীচে রাখা হবে। একটার ওপর একটা বিম রেখে ওই অংশটিকে ঠেস দেওয়া হবে। তারপর কাটা হবে কংক্রিট আর গার্ডার। এক্ষেত্রে নেওয়া হবে চূড়ান্ত সাবধানতা। যাতে কোনওভাবেই হুড়মুড়িয়ে ভেঙে না পড়ে ঝুলে থাকা অংশটি।

.