গরমের দোসর জলকষ্ট

কলকাতা পুরসভার ৯৬ ও ৯৮ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকায় জলসঙ্কট তীব্র আকার নিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নিয়মিত পানীয় জল পান না তাঁরা। জলস্তর নেমে যাওয়ায় দৈনন্দিন প্রয়োজনের জলও মিলছে না। এই অবস্থায় বাইরে থেকে কেনা জল ও কর্পোরেশনের জলের গাড়ির ভরসাতেই থাকতে হচ্ছে তাঁদের।

Updated By: Apr 22, 2012, 07:43 PM IST

কলকাতা পুরসভার ৯৬ ও ৯৮ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকায় জলসঙ্কট তীব্র আকার নিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন  ধরেই নিয়মিত পানীয় জল পান না তাঁরা। জলস্তর নেমে যাওয়ায় দৈনন্দিন প্রয়োজনের জলও মিলছে না। এই অবস্থায় বাইরে থেকে কেনা জল ও কর্পোরেশনের জলের গাড়ির ভরসাতেই  থাকতে হচ্ছে তাঁদের। 
কলকাতা পুর এলাকার ৯৬ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন পল্লী। দীর্ঘ ৩-৪ মাস ধরে পানীয় জলের সঙ্কটে নাজেহাল স্থানীয় মানুষ। সকাল থেকেই রাস্তার ধারে টাইম কলের সামনে লম্বা লাইন। কল দিয়ে খুব সরু হয়ে জল পড়ছে। অন্যদিকে ৯৮ নম্বর ওয়ার্ডের খানপুর রোড এলাকার অবস্থা আরও শোচনীয়। গার্ডেনরিচের কোনও জলসরবরাহ লাইন না থাকায় ডিপটিউবঅয়েল বসিয়ে পাম্পের মাধ্যমে জল যায় বাড়িতে বাড়িতে। কিন্তু সেই জলও পানের অযোগ্য। ২টি এলাকাতেই বাসিন্দাদের অভিযোগ, কর্পোরেশনের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও কোন ফল পাননি তাঁরা। ফলে, হাঁসফাঁস গরমে প্রচণ্ড জলকষ্টের মধ্যেই দিন কাটাতে হচ্ছে এলাকার বাসিন্দাদের।
  
 

.