ব্যারাকপুরে বিশেষ নজর; রাখতে হবে অতিরিক্ত ৫ QRT Van, নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনারের

ব্যারাকপুর পুলিস কমিশনারেটকে অতিরিক্ত সতর্ক থাকতেও বলা হয়েছে

Updated By: Apr 20, 2021, 02:28 PM IST
ব্যারাকপুরে বিশেষ নজর; রাখতে হবে অতিরিক্ত ৫ QRT Van, নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনারের

নিজস্ব প্রতিবেদন: আগামী বৃহস্পতিবার ষষ্ঠ দফায় ভোট নেওয়া হচ্ছে উত্তর ২৪ পরগনার ১৩টি আসনে। ওইসব আসনের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ব্যারাকপুরকে। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।

আরও পড়ুন-Covid 19 Update: দেশে রেকর্ড মৃত্যু, দৈনিক ১৭০০ ছাড়াল, পরিস্থিতি উদ্বেগজনক

বৃহস্পতিবার ভোট নেওয়া হবে উত্তর ২৪ পরগনা জেলার বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দা, দমদম উত্তর  আসন। এর মধ্য়ে বারাকপুর বিধানসভার উপরে অতিরিক্ত নজর দেওয়ার নির্দেশ এসেছে দিল্লির নির্বাচন কমিশনের তরফে। 

ভিডিয়ো কন্ফারেন্সের মাধ্যমে সেরকমই নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বচন(Chief election Commissioner) কমিশনার সুশীল চন্দ্র। ভোটের দিন এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ব্যারাকপুরে মোতায়েন করা হবে অতিরিক্ত ৫টি QRT ভ্যান। ব্যারাকপুর পুলিস কমিশনারেটকে অতিরিক্ত সতর্ক থাকতেও বলা হয়েছে। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।

আরও পড়ুন-Covid-19: কোভিডের কবলে এবার টলিউড সুপারস্টার, বাড়িতেই কোয়ারেন্টিনে Jeet

অন্যদিকে, শীতলকুচির(Shitalkuchi firing) ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনালাপের ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনারের কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। উল্লেখ্য, শীতলকুচিতে গুলি চালনার পর কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতীম রায়কে ফোন করে নিহতদের লাশ আগালে রাখতে বলেন মমতা। গুলিচালনার পর দিন তাঁর সেখানে যাওয়ার কথা ছিল। এমনই একটি ফোনালাপ প্রকাশ্যে এনেছে বিজেপি। ওই ফোনের ব্যাপারে জানতে চাইল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। প্রসঙ্গত, ওই ফোনালাপের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি জি ২৪ ঘণ্টার পক্ষে।

.