WB Election 2021: 'প্রচন্ড অপমানিত', BJP ছাড়লেন Sovan-Baishakhi

দিলীপ ঘোষের কাছে ইতিমধ্যেই পদত্যাগ পাঠিয়ে দিয়েছেন তাঁরা। 

Updated By: Mar 14, 2021, 08:47 PM IST
 WB Election 2021: 'প্রচন্ড অপমানিত', BJP ছাড়লেন Sovan-Baishakhi

নিজস্ব প্রতিবেদন:  'প্রচন্ড অপমানিত'। তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থীতালিকা ঘোষণা হওয়ার পর বিজেপি ছাড়লেন শোভন-বৈশাখী। যে কেন্দ্রের বিধায়ক ছিলেন শোভন, সেই বেহালার পূর্বে এবার প্রার্থী সদ্য দলে যোগ দেওয়া অভিনেত্রী পায়েল সরকার। ফেসবুকে ছবি-সহ পোস্ট দিয়ে ক্ষোভ উগরে দেন শোভন-বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শেষপর্যন্ত দল ছাড়লেন দু'জনেই। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে ইতিমধ্যেই তাঁরা পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বটে। কিন্তু প্রথম দিকে দলের নেতৃত্বের সঙ্গে বনিবনা হচ্ছিল না একেবারেই। তাই যোগদানের পর বছর ঘুরে গেলেও সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি শোভন চট্টোপাধ্যায়কে (Sovan Chatterjee)। এমনকী, শোনা গিয়েছিল, ফের নাকি তৃণমূলেই ফিরছেন তিনি! তৃণমূলের অন্দরে খবর, PK আপত্তিতেই পুরানো দলে ফিরতে পারেননি শোভন। এই পরিস্থিতিতে আসরে নামেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। গত বছরের নভেম্বরে যখন রাজ্য সফরে এসেছিলেন, তখন শোভন-বৈশাখীর সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। এরপরই বিজেপির কলকাতার জোনের পর্যবেক্ষক করা হয় শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। সহ পর্যবেক্ষক হন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee)। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। তৃতীয় ও চতুর্থ দফায় প্রার্থী তালিকা ঘোষণার পরে দল ছাড়লেন কলকাতার প্রাক্তন মেয়র ও তাঁর বান্ধবী।

আরও পড়ুন: BJP candidate list : সিঙ্গুরে মাস্টারমশাই, উত্তরপাড়ায় প্রবীর ঘোষালকে প্রার্থী করতেই দলে তুমুল বিদ্রোহ

কিন্তু কেন? দিলীপ ঘোষকে (Dilip Ghosh) লেখা চিঠিতে শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) জানিয়েছেন, তালিকায় বেহালা পূর্ব কেন্দ্রে প্রার্থীর হিসেবে তাঁর নাম না থাকায় প্রচন্ড অপমানিত বোধ করেছেন তিনি। দলের তরফে অবশ্য বেহালা পশ্চিম প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করার কথা ভাবা হয়নি। ফলে তিনিও অপমানিত বোধ করেছেন। সেকারণে দু'জনে একসঙ্গে বিজেপি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। 

আরও পড়ুন: WB Asembly Election 2021: মানুষের এই উত্সাহ বাংলায় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, খড়গপুরের রোড শোয় আত্মবিশ্বাসী Amit Shah

প্রসঙ্গত, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দলবদলের পর নিজের কেন্দ্র জোমজুড় থেকে ফের প্রার্থী হয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। প্রার্থীতালিকা ঘোষণা হওয়ার পর ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন বৈশাখী। শোভন-কে উদ্দেশ্য করে লিখেছিলেন, 'তুমি সবসময় আমার আইকন হয়ে থাকবে। আজকের অপমান আমাদের উদ্দীপনাকে ধ্বংস করতে পারবে না। আমরা লড়াই করব এবং জিতব'।

.