Bengal Weather: তেতেপুড়ে খাক বাংলা! 'মানুষের তৈরি বিপর্যয়', বর্ষা নিয়ে আশঙ্কার মেঘ...
কবে আসবে বর্ষা আসবে? পাতত কোনও আশার কথা শোনাতে পারেনি আবহাওয়া দফতর। বরং তাপপ্রবাহের মেয়াদ বেড়েছে ১০ জুন, শুক্রবার পর্যন্ত।
![Bengal Weather: তেতেপুড়ে খাক বাংলা! 'মানুষের তৈরি বিপর্যয়', বর্ষা নিয়ে আশঙ্কার মেঘ... Bengal Weather: তেতেপুড়ে খাক বাংলা! 'মানুষের তৈরি বিপর্যয়', বর্ষা নিয়ে আশঙ্কার মেঘ...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/06/06/424038-aheat.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃষ্টির দেখা নেই, সম্ভাবনাও নেই! তেতেপুড়ে খাক বাংলা। ১০ জুন পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কেন এমন পরিস্থিতি? 'মানুষের তৈরি বিপর্যয়' বললেন আবহাওয়াবিদ সুজীব কর।
ক্য়ালেন্ডার বলছে, জুন মাস পড়ে গিয়েছে। তাহলে কেন এমন দহনজ্বালা? কবে আসবে বর্ষা আসবে? এই প্রশ্নই এখন ঘুরপাক সকলের মনে। আপাতত কোনও আশার কথা শোনাতে পারেনি আবহাওয়া দফতর। বরং তাপপ্রবাহের মেয়াদ বেড়েছে ১০ জুন, শুক্রবার পর্যন্ত। পরিস্থিতি আরও দীর্ঘায়িত হবে কিনা, পরে তা জানা যাবে পরে!
তেতেপুড়ে খাক বাংলা
-----------------------
পুরুলিয়া-- ৪০.২ ডিগ্রি
মালদহ-৪০ ডিগ্রি
জলপাইগুড়ি- ৩৬ ডিগ্রি
মেদিনীপুর-৩৯ ডিগ্রি
শিলিগুড়ি ৩৭ ডিগ্রি
হুগলি-৩৯ ডিগ্রি
আসানসোল-৪০ ডিগ্রি
আরও পড়ুন: Cyclone Biparjoy: ধেয়ে আসছে ভয়ংকর 'বিপর্যয়'! ঝড়ের হাত ধরে বাংলায় কি বর্ষা এগিয়ে আসছে?
আবহাওয়াবিদ সুজীব কর জি ২৪ ঘণ্টাকে জানালেন, 'এখন উত্তর-পূর্ব ভারতে কোনও নিম্নচাপ নেই। রাজস্থানে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নিচে। যেকারণে ভারতীয় উপমহাদেশের উপরে কোথাও কোন নিম্নচাপ তৈরি হতে পারেনি'। তিনি বলেন, 'রাজস্থানের থর মরুভূমির নিম্পচাপই ভারতে মৌসুমী বায়ুকে নিয়ে আসে। আবার নিম্নচাপ চলে গেলে, মৌসুমী বায়ু ভারতীয় উপমহাদেশ থেকে বেরিয়ে আসে। আমরা সেই নিম্নচাপের ক্ষেত্রটাকে নষ্ট করে ফেলেছি। যতক্ষণ না পর্যন্ত নিম্নচাপের ক্ষেত্রে তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত মৌসুমী বায়ু প্রবেশ করবে না উপমহাদেশে'।